বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Firhad Hakim: রাজনীতি করছেন শাহ, জোড়াসাঁকোয় স্বরাষ্ট্রমন্ত্রী যাবার আগেই পৌঁছে বললেন ফিরহাদ

Firhad Hakim: রাজনীতি করছেন শাহ, জোড়াসাঁকোয় স্বরাষ্ট্রমন্ত্রী যাবার আগেই পৌঁছে বললেন ফিরহাদ

জোড়াসাঁকোয় ফিরহাদ হাকিম। (নিজস্ব চিত্র)

শাহের আসা নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলেন মেয়র বলেন, রবীন্দ্রনাথ নয়, স্বারষ্ট্রমন্ত্রীর আসল লক্ষ্য হল লোকসভা নির্বাচন। সে দিকে তাকিয়েই তিনি রাজনীতি করছেন।

ররীন্দ্র জয়ন্তী উপলক্ষে শহরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু তিনি জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি পৌঁছনোর আগেই সেখান পৌঁছে গেলেন মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শাহের আসা নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলেন মেয়র বলেন, রবীন্দ্রনাথ নয়, স্বারষ্ট্রমন্ত্রীর আসল লক্ষ্য হল লোকসভা নির্বাচন। সে দিকে তাকিয়েই তিনি রাজনীতি করছেন।

জোড়াসাঁকোয় রবীন্দ্র আবক্ষমূর্তিতে মালা দেন ফিরহাদ হাকিম। তার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'মণিপুর তো বিজেপি শাসিত রাজ্য। উনি তো কেন্দ্রীয় স্বারষ্ট্রমন্ত্রী। সেখানে জাতি দাঙ্গা হচ্ছে, লুটপাট হচ্ছে। সরকারি সম্পত্তি নষ্ট করা হচ্ছে। আগুন দেওয়া হচ্ছে। সেখানে তাঁর যাওয়ার দরকার ছিল। কিন্তু তিনি মণিপুরে না গিয়ে বাংলায় এসেছে। ২০২৪-এ লোকসভা নির্বাচন। তাই রাজনীতি করেছেন।' পুরমন্ত্রী বলেন, 'উনি বাঙালি আবেগকে নাড়া দিতে পারবেন না। ২০২১-এও পারেননি। ২৪-এও পারবেন না।'

(পড়তে পারেন। রবীন্দ্রজয়ন্তীতে জোড়াসাঁকোয় শাহ, বাংলায় লিখলেন টুইট, শ্রদ্ধার্ঘ্য মোদীরও)

কিছুদিন আগেই রাজ্য সফরে এসে বীরভূমের সভা থেকে রাজ্য বিজেপির জন্য লোকসভা ভোটের লক্ষ্য বেঁধে দিয়েছিলেন। তিনি স্থির করে করে দিয়েছিলেন ৩৫ আসন পেতে হবে বিজেপিকে। তবেই সময়ের আগেই রাজ্যে তৃণমূল সরকারকে হঠানো যাবে। সেই প্রসঙ্গে ফিরহাদ বলেন, '৩৫ আসনের স্বপ্ন ওনাদের পূরণ হবে না। কারণ, বাঙালি সবটাই জানে।' এর পর তিনি রবীন্দ্র কবিতা আবৃতি করে বলেন, 'বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক হে ভগবান।'

মেয়র মালা দিয়ে চলে যাবার পরই জোড়াসাঁকো ঢোকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকালে সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে বিজেপির সাংস্কৃতিক সেল সেখানেও অমিত শাহ উপস্থিত থাকবেন।

বন্ধ করুন