বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Lok Sabha Elections: ‘বিজেপি ২৪ টি আসন না পেলে সুকান্ত কান ধরে ওঠবোস করবেন তো!’ আক্রমণ ফিরহাদের

Lok Sabha Elections: ‘বিজেপি ২৪ টি আসন না পেলে সুকান্ত কান ধরে ওঠবোস করবেন তো!’ আক্রমণ ফিরহাদের

ফিরহাদ হাকিম ও সুকান্ত মজুমদার।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ১৮টি আসন পেয়েছিল বিজেপি। এরপর গত বছরের বিধানসভা নির্বাচনে ৭৭ টি আসন পায় বিজেপি। বিধানসভা ভোটে ভরাডুবির পর বহু বিজেপি বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগ দেন। সুকান্ত মজুমদারকে আক্রমণের পাশাপাশি বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়েও আক্রমণ করেন ফিরহাদ হাকিম।

গতকাল হায়দরাবাদে বিজেপির কর্মসূচিতে যোগ দিয়ে পশ্চিমবঙ্গের বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দাবি করেছিলেন ২০২৪ সালে লোকসভা নির্বাচনে এ রাজ্যে ২৫ টি আসন পাবে বিজেপি। এ নিয়ে সুকান্ত মজুমদারকে আক্রমণ শানালেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি সুকান্তর উদ্দেশ্যে বলেন, ‘২৫ টি আসন না পেলে ওনাকে রাজনীতি ছেড়ে দিতে হবে, না হলে কান ধরে ওঠবোস করতে হবে। আর পেলে আমি কান ধরে ওঠবোস করব।’

ফিরহাদ হাকিম বলেন, ‘গত বিধানসভা নির্বাচনে আবকি বার ২০০ পার স্লোগান দিয়ে বিজেপি জোর ধাক্কা খেয়েছে। তারপরে এ রাজ্যে আর বিজেপির পক্ষে মাথা তুলে দাঁড়ানো সম্ভব নয়। দু-একটা আসন পেতে পারে বিজেপি। তবে আমরা চাইছি সেটা পুরোপুরি শূন্য করতে।’ তারপরেই সুকান্তর ২৫ টি আসন জয় করা নিয়ে মন্তব্যের উত্তরে তিনি বলেন, ‘উনি যে বলছেন পশ্চিমবঙ্গ থেকে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২৫টা আসন পাবে সেটা কি আমাকে লিখে দিতে পারবেন! আমাকে লিখে দিতে হবে যে ২৫ টি আসন না পেলে হয় তিনি রাজনীতি ছাড়বেন না হলে কান ধরে ওঠবোস করবেন। আর পেলে আমি কান ধরে ওঠবোস করব।’

প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ১৮টি আসন পেয়েছিল বিজেপি। এরপর গত বছরের বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন পায় বিজেপি। বিধানসভা ভোটে ভরাডুবির পর বহু বিজেপি বিধায়ক দল ছেড়ে তৃণমূলে যোগ দেন। সুকান্ত মজুমদারকে আক্রমণের পাশাপাশি বিজেপির অন্তর্দ্বন্দ্ব নিয়েও আক্রমণ করেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘বিজেপি রাজ্যে বিরোধীদের তকমা পেয়েছে ঠিকই। কিন্তু, দলে যেভাবে ভাঙন ধরেছে তাতে কোনওভাবেই বিজেপির পক্ষে মাথা তুলে দাঁড়ানো সম্ভব নয়।’

বাংলার মুখ খবর

Latest News

কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায় কং প্রার্থীর তফশিলি শংসাপত্র খারিজ মনোনয়ন জমার শেষদিনে, ওয়াকওভার পেতে পারে NDA শাকিবের সঙ্গে চেঙ্গিজের মিল! ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই 'তুফান' তুলল মিমির ছবি পেটের মেদ ঝরান এভাবে! খুব বেশি সমস্যায় পড়তে হবে না CAA-র জন্য 'যোগ্যতা সার্টিফিকেট' দিতে পারবেন স্থানীয় পুরোহিত, বড় দাবি রিপোর্টে ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.