বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Dengue in Kolkata: ‘বাড়ির জমা জল পরিষ্কার করুন,নচেৎ ব্যবস্থা-ডেঙ্গি নিয়ে এবার কড়া হলেন মেয়র

Dengue in Kolkata: ‘বাড়ির জমা জল পরিষ্কার করুন,নচেৎ ব্যবস্থা-ডেঙ্গি নিয়ে এবার কড়া হলেন মেয়র

মেয়র ফিরহাদ হাকিম। (ফাইল চিত্র)

ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে নিজের বাসভবন পর্যন্ত ডেঙ্গি সচেতনতায় পদযাত্রা করেন। সে ক্ষেত্রে যাতে কোনওভাবেই বাড়িতে জল জমে না থাকে সে বিষয়ে মানুষকে সতর্ক করেন।

রাজ্যে উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে ডেঙ্গি। এনিয়ে বারবার সাধারণ মানুষকে সচেতন হওয়ার বার্তা দিয়েছে স্বাস্থ্য দফতর থেকে শুরু করে পুরসভা। তারপরেও মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। সম্প্রতি কলকাতা পুরসভার মেয়র তথা পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমকে ডেঙ্গি মন্ত্রী, ডেঙ্গি চেয়ারম্যান বলে কটাক্ষ করেছেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এবার ডেঙ্গি নিয়ে সচেতনতা বাড়াতে নিজেই রাস্তায় নামলেন ফিরহাদ। একই সঙ্গে, বহুতলে জল জমে থাকার ক্ষেত্রে কড়া নির্দেশও দিলেন কলকাতার মেয়র।

আজ ফিরহাদ হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে নিজের বাসভবন পর্যন্ত ডেঙ্গি সচেতনতায় পদযাত্রা করেন। সে ক্ষেত্রে যাতে কোনওভাবেই বাড়িতে জল জমে না থাকে সে বিষয়ে মানুষকে সতর্ক করেন। বাড়িতে জল জমা নিয়ে এর আগেও মানুষের সতর্ক করেছে পুরসভা। কিন্তু তারপরেও কাজ না হওয়ায় এবার আরও কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ফিরহাদম তার স্পষ্ট নির্দেশ, কারও বাড়িতে জল জমে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হবে। 

পুরসভা সূত্রে জানা গিয়েছে, জমা জল পরিষ্কারের ক্ষেত্রে সমস্যা হয় মূলত বাড়ির বিবাদ নিয়ে। অনেক ঘরে বিবাদ রয়েছে। যার জেরে কে ছাদের ময়লা পরিষ্কার করবে বা ট্যাঙ্ক পরিষ্কার করবে তাই নিয়ে তৈরি হয় সমস্যা। আর তারই ফাঁকে বংশবিস্তার করে ডেঙ্গিবাহী মশা। বরাবরই কলকাতা পুরসভার মেয়র এ বিষয়ে সতর্ক থাকার বার্তা দিলেও সাধারণ মানুষের মধ্যে তার মেনে চলার প্রবণতা দেখা যাচ্ছে না। সেই কারণেই এমন কড়া নির্দেশ দিতে মেয়র বাধ্য হয়েছেন বলে মত পুরসভার আধিকারিকদের।

উল্লেখ্য এবছর রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন বহু মানুষ। স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত রাজ্যে প্রায় ৫১ হাজারের বেশি মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে ৮৫ জনের। সরকারি হাসপাতালগুলিকে ডেঙ্গি আক্রান্তের চিকিৎসার জন্য বেড বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।

বন্ধ করুন