বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নয়েডার ছবি দেখে কলকাতায় ফিরেছে হুঁশ, কলকাতায় বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর ফিরহাদ

নয়েডার ছবি দেখে কলকাতায় ফিরেছে হুঁশ, কলকাতায় বেআইনি নির্মাণ ভাঙতে তৎপর ফিরহাদ

সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম। নিজস্ব ছবি।

মঙ্গলবার ফিরহাদকে এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কলকাতায় বেআইনি নির্মাণ একটা সমস্যা। আমরা প্রতি ওয়ার্ডে বেআইনি নির্মাণ চিহ্নিত করতে লোক নিয়োগের কথা ভাবছি।

নয়েডার বেআইনি নির্মাণ ভাঙার ছবি দেখে তৎপর কলকাতা পুরসভা। বেআইনি নির্মাণ চিহ্নিত করে ভাঙতে প্রতি ওয়ার্ডে কর্মী নিয়োগ করতে চলেছে তারা। এমনই জানিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘নয়েডার টুইন টাওয়ার ধ্বংসের মতো কোনও ঘটনা ঘটাতে চাই না আমরা।’

রবিবার দিল্লি লাগোয়া উত্তর প্রদেশের নয়েডার ৯৩এ সেক্টরে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে ভেঙে ফেলা হয় ২টি বেআইনি গগনচুম্বি বহুতল। ৪০ তলা উঁচু ওই যমজ অট্টালিকা নিয়ম না মেনে বানানো হয়েছিল বলে জানিয়ে ভেঙে ফেলার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এর পর ৩,৭০০ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করে ভেঙে ফেলা হয় বহুতলদুটি। সারা দেশের মানুষ টেলিভিশনের পর্দায় দেখে সেই দৃশ্য।

সেপ্টেম্বরে ৩টে নিম্নচাপ, পুজোর মুখে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, ভাসতে পারে শারদোৎসবও

মঙ্গলবার ফিরহাদকে এব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘কলকাতায় বেআইনি নির্মাণ একটা সমস্যা। আমরা প্রতি ওয়ার্ডে বেআইনি নির্মাণ চিহ্নিত করতে লোক নিয়োগের কথা ভাবছি। বিল্ডিং বিভাগের সেই আধিকারিকরা ওয়ার্ডে বেআইনি নির্মাণ চিহ্নিত ও ধ্বংস করার উদ্যোগ নেবেন। কোনও বেআইনি নির্মাণ নজরে এলে আমরা তা ভেঙে দেব।’

তিনি জানিয়েছেন, এজন্য বিল্ডিং বিভাগে ৪৭ শূন্যপদ তৈরির প্রস্তাব পাঠানো হয়েছে। বর্তমানে কলকাতা পুরসভায় অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল)-এর ১৬টি শূন্যপদ ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) এর ৩৩টি পদ খালি রয়েছে।

এদিন ফিরহাদ বলেন, বেআইনি নির্মাণের ব্যাপারে কলকাতা পুরসভা অত্যন্ত কড়া। তবে নয়েডার মতো কোনও কিছু করার পরিকল্পনা নেই আমাদের।

 

বন্ধ করুন