বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ানোর কথা দিয়ে ফিরহাদের আক্রমণের মুখে সুকান্ত

লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান বাড়ানোর কথা দিয়ে ফিরহাদের আক্রমণের মুখে সুকান্ত

ফিরহাদ হাকিম।

এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রবিবার ফিরহাদ বলেন, ‘আজ প্রমাণ হয়ে গেল, হোয়াট মমতা থিংকস টুডে, মোদী থিংকস টুমরো। এখান থেকে প্রকল্প চুরি করে গুজরাতে নিয়ে যাচ্ছে। বাংলার মানুষের মতো ওরাও পেলে আমাদের কোনও আপত্তি নেই।

ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বাড়িয়ে ২০০০ টাকা করবে বিজেপি। পঞ্চায়েত ভোটের আগে এই প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহার হাকিমের আক্রমণের মুখে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। সঙ্গে সুকান্তবাবুর দলকেও আক্রমণ শানান ফিরহাদ বলেন, ‘হোয়াট মমতা থিংকস টুডে, মোদী থিংকস টুমরো।’

শনিবার বিকেলে পশ্চিম বর্ধমানের লাউদোহায় বিজেপির এক সভায় মিঠুন চক্রবর্তীকে পাশে বসিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘আমাদের সরকার এলে প্রতি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে মাসে ২০০০ টাকা করে দেব। আমরা একথা ইস্তেহারে ঘোষণা করেছিলাম। কিন্তু সেটা প্রচার করতে পারিনি। আমরা শুধু টাকা দিয়ে ভিখারি করে রাখব না। সঙ্গে কর্মসংস্থান দেব। শিল্পায়নের ব্যবস্থা করব। বাড়ির মহিলারা ২ হাজার টাকা ও ছেলেরা ১০ হাজার টাকা পাবেন।’

এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রবিবার ফিরহাদ বলেন, ‘আজ প্রমাণ হয়ে গেল, হোয়াট মমতা থিংকস টুডে, মোদী থিংকস টুমরো। এখান থেকে প্রকল্প চুরি করে গুজরাতে নিয়ে যাচ্ছে। বাংলার মানুষের মতো ওরাও পেলে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু মমতার কাছে মাথা নত করে বলুন, আমরা আপনার চিন্তা ভাবনা অনুসরণ করছি।’

শনিবার সুকান্তবাবুর ওই মন্তব্যের পর থেকে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা। এমনিতে অনুদানের রাজনীতির বিরোধী বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় খয়রাতির রাজনীতি করছেন বলে বারবার সরব হয়েছে তারা। সেই বিজেপি কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে নিজেদের জন্য বিপদ হিসাবে দেখছে? নইলে ঘোষিত নীতির বাইরে এসে কেন লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান চার গুণ করার টোপ দিতে হচ্ছে সুকান্তবাবুকে?

 

বন্ধ করুন