বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > BJP সন্ত্রাসবাদীদের দল, পশ্চিমবঙ্গের শান্ত পরিবেশ নষ্ট করতে চায় তারা: ফিরহাদ

BJP সন্ত্রাসবাদীদের দল, পশ্চিমবঙ্গের শান্ত পরিবেশ নষ্ট করতে চায় তারা: ফিরহাদ

ফিরহাদ হাকিম। ফাইল ছবি

ফিরহাদের দাবি, গুজরাট, দিল্লি, উত্তর প্রদেশের হিংসা ছড়ানোর পর এবার পশ্চিমবঙ্গকে অশান্ত করতে এসেছে বিজেপি।

বিজেপির নবান্ন অভিযান যখন উত্তাল কলকাতা ও হাওড়া তখনই তাঁদের কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার বিজেপিকে ‘সন্ত্রাসবাদীদের দল’ বলে উল্লেখ করেন তিনি। সঙ্গে বলেন, রাজ্যের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করছে বিজেপি। 

এদিন ফিরহাদ বলেন, ‘বিজেপি তো কোনও রাজনৈতিক দল নয়, বিজেপি সন্ত্রাসবাদীদের দল। আর সন্ত্রাসবাদীদের ঠিক করতে যা করতে হয় পুলিশকে তা করতে বলা হয়েছে।’

ফিরহাদের দাবি, গুজরাট, দিল্লি, উত্তর প্রদেশের হিংসা ছড়ানোর পর এবার পশ্চিমবঙ্গকে অশান্ত করতে এসেছে বিজেপি। 

পুরমন্ত্রা বলেন, রাজনৈতিক দলের মিছিল থেকে বোমা ছোড়া যায় না। রাজনৈতিক দলের মিছিলে ঝান্ডা থাকবে, স্লোগান থাকবে। রাজনৈতিক দল তাদের কথা মানুষের সামনে তুলে ধরবে। গণতন্ত্রে মানুষ ঠিক করবে। 

তিনি জানান, যত বাহুবলী এখন সবাই বিজেপিতে যোগদান করেছেন। আর তার পরই বাহুবল প্রদর্শন শুরু করেছে বিজেপি। দিল্লিতে নরেন্দ্র মোদী যা করেছেন এখানেও তাই করার চেষ্টা করছে বিজেপি। 

বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভিযান ঘিরে ব্যাপক উত্তেজনা ছাড়ায় কলকাতা ও হাওড়ার বিস্তীর্ণ এলাকায়। বিজেপি নেতৃত্বের দাবি, তাদের গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশ দিয়ে গায়ের জোরে দমানোর চেষ্টা করেছে শাসকদল তৃণমূল।

 

বন্ধ করুন