প্রায় দু'মাস পর দেশের ছ'টি হটস্পট শহর থেকে কলকাতায় বিমান নামার অনুমতি দিল রাজ্য সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে সেই নির্দেশ কার্যকর হবে। নবান্নের তরফে জানানো হয়েছে, আপাতত সপ্তাহে তিনদিন ওই ছ'টি শহর থেকে কলকাতায় বিমান ওঠানামা করতে পারবে।
বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দিল্লি, মুম্বই, চেন্নাই, নাগপুর, পুণে এবং আমদাবাদ থেকে কলকাতায় বিমান অবতরণের আর্জি জানানো হচ্ছিল। তার ভিত্তিতেই সেখান থেকে বিমান অবতরণের অনুমতি দেওয়া হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘ছ'টি শহর থেকে বিমান পরিষেবা বন্ধ ছিল। ১ সেপ্টেম্বর থেকে ওই ছ'টি শহর থেকে কলকাতার উড়ান শুরু করা যেতে পারে এবং সপ্তাহে তিনদিন চলাচল করতে পারে। আপাতত আমরা পুরো পরিষেবায় অনুমোদন দিতে পারছি না।’
গত জুনের শেষভাগ ও জুলাইয়ের গোড়ার দিকে ছ'টি শহর থেকে কলকাতায় বিমান নামা নিয়ে আপত্তি জানাতে থাকেন মুখ্যমন্ত্রী। তার ভিত্তিতে গত ৪ জুলাই কলকাতা বিমানবন্দরের তরফে জানানো হয়েছিল, ৬ থেকে ১৯ জুলাই পর্যন্ত দিল্লি, মুম্বই-সহ ছ'টি শহর থেকে কলকাতায় বিমান নামবে না। একাধিকবার সেই সময়সীমা বাড়ানো হয়।
কিন্তু অনেকেই রাজ্যের সেই সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, ছ'টি শহর থেকে সরাসরি অবতরণ করা না গেলেও অন্য জায়গা থেকে ঘুরে অনয়াসে কলকাতায় আসা যাচ্ছে। তাতে আখেরে তো যাত্রীদের বেশিক্ষণ বিমানবন্দরে কাটাতে হচ্ছে। তারপরও অবশ্য সেই বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে ৩১ অগস্ট করা হয়। অবশেষে বুধবার মুখ্যমন্ত্রীর ঘোষণা স্বস্তি পেলেন যাত্রীদের একাংশ।