বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Flight Tyre Puncture: টায়ার থেকে হাওয়া বের হতেই প্লেন কাত হয়ে গেল কলকাতা বিমানবন্দরে! এরপর?

Flight Tyre Puncture: টায়ার থেকে হাওয়া বের হতেই প্লেন কাত হয়ে গেল কলকাতা বিমানবন্দরে! এরপর?

বিমানের টায়ারে সমস্যা ধরা পড়ল কলকাতা বিমানবন্দরে। (ছবিটি প্রতীকী, সৌজন্য ফেসবুক @aaikolairport)

কলকাতা বিমানবন্দর থেকে বৃহস্পতিবার সকালে ওই বিমানের রওনা হওয়ার কথা ছিল কোচবিহারের উদ্দেশে। বিমান ছিল কলেবরে ছোট। ফলে বিমানবন্দরের ট্যাক্সিওয়ে ধরে উত্তরণের জন্য সে চলতে থাকে। আর সেই যাত্রাতেই ঘটে বিপত্তি।

বিমানের গন্তব্য ছিল কোচবিহার। আর বিমান ছাড়ছিল কলকাতা থেকে। আচমকাই ঘটে গেল বিপত্তি। রানওয়েতে চলতে গিয়ে আচমকা বেঁকে যেতে দেখা যায় বিমানটিকে। তখনই সন্দেহ হয়। জানা যায়, বিমানের টায়ার পংচার হয়ে গিয়েছে। তড়িঘড়ি বৃহস্পতিবার কলকাতা- কোচবিহার বিমান বাতিল করা হয়।

বিমানবন্দরের সূত্রের দাবি, কলকাতা বিমানবন্দর থেকে বৃহস্পতিবার সকালে ওই বিমানের রওনা হওয়ার কথা ছিল কোচবিহারের উদ্দেশে। বিমান ছিল কলেবরে ছোট। ফলে বিমানবন্দরের ট্যাক্সিওয়ে ধরে উত্তরণের জন্য সে চলতে থাকে। আর সেই যাত্রাতেই ঘটে বিপত্তি। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বিমান আচমকা একদিকে হেলে যেতে শুরু করে। বিমানে ততক্ষণে যাত্রীরা। এদিকে, বিমান কাত হয়ে যাওয়ায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়ে যায়। বিমানে ততক্ষণে ৭ জন যাত্রী। আতঙ্কিত যাত্রীরা তখনও বুঝে উঠতে পারেননি কী ঘটেছে। যাত্রী সুরক্ষার কথা ভেবে বিমান থেকে যাত্রীদের নামানো হয়। তখনই দেখা যায় বিমানের টায়ার গিয়েছে পাংচার হয়ে। সকাল ১০ নাগাদ ওই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়ায় বিমানবন্দরে।

( দুর্লভ ‘হাইব্রিড’ সূর্যগ্রহণের সাক্ষী রইল বিশ্বের বহু প্রান্ত! কিছু দৃশ্য একনজরে)

( টানা ৬ দিন জোটেনি খাবার, জল! সাইক্লোন ইসলায় নৌকা বিপর্যয়ের পর উদ্ধার ১১)

উল্লেখ্য়, ইঞ্জিনিয়াররা বিমান পরীক্ষা করার পর দেখতে পান বিমানের একটি চাকা থেকে হাওয়া বেরিয়ে গিয়েছে। ফলে তা কাত হয়ে পড়ে। তখনই ওই বিমানকে বাতিল করা হয়। বিমান ওই অবস্থায় আকাশপথে পাড়ি দিলে ঘটে যেতে পারত বড়সড় বিপত্তি। তখনই কোচবিহারগামী বিমান বাতিল করা হয়। 

 

 

 

 

 

 

বাংলার মুখ খবর

Latest News

একটা ছবি তুলে রাজনীতি করল- পিটি ঊষার বিরুদ্ধে ভিনেশ ফোগাটের বড় অভিযোগ এবার অন্তর্বাস তৈরির ইন্ডাস্ট্রিতেও এন্ট্রি নিচ্ছে রিলায়েন্স! ক্যানসার আক্রান্ত হওয়ার কথায় কেঁদে ফেলেন প্রতিযোগী, অমিতাভ বলেন,‘আমিও বহুবার…' রাহুলের শিখ মন্তব্যে ‘হাতিয়ার’ পেল খলিস্তানি জঙ্গিরা! চাপে ফেলার চেষ্টা ভারতকে ২ জেলায় ২ নারী নির্যাতনের অভিযোগ, তৎপর পুলিশও, গ্রেফতার ৬ মাঞ্চুরিয়ান থেকে বিরিয়ানি, ইন্টারনেটে ভাইরাল ইউনিক এই সিঙাড়াগুলি বহুতল থেকে ঝাঁপ, প্রয়াত মালাইকা আরোরার বাবা অনিল আরোরা! কারণ নিয়ে ধন্দ পাকিস্তানের মাটি থেকে পাওয়া আত্মবিশ্বাসকে ভারতের মাটিতে কাজে লাগাতে চান লিটন দাস ১৬ টাকায় বিক্রি হচ্ছিল ডিম, ভারত রফতানি করতেই বাংলাদেশে দাম কমে হল ৭ টাকা সন্দেশখালিতে দুর্গা প্রতিমা ভাঙচুর, ‘বাংলাদেশের সংস্কৃতি এপারে’ কটাক্ষ শুভেন্দুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.