ঘন কুয়াশায় দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিপর্যস্ত বিমান পরিষেবা। দৃশ্যমানতা কম থাকায় অনেক বিমানকে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। দেরিতে উড়ছে প্রায় সমস্ত বিমানই। এরই মধ্যে স্পাইসজেটের পর পর উড়ান বাতিলকে কেন্দ্র করে বিমানবন্দরে উত্তেজনা ছড়াল। বিমান সংস্থার কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখালেন যাত্রীরা।
শুক্রবার সকাল ৫টা নাগাদ স্পাইসজেটের বাগডোগরা ও দিল্লিগামী ২টি উড়ান শেষ মুহূর্তে বাতিল করা হয় বলে অভিযোগ। যাত্রীরা জানিয়েছেন, উড়ানের বোর্ডিং পাস জারি করা হয়ে গিয়েছিল। বিমানে ওঠার ৫ মিনিট আগে জানানো হয় বিমান বাতিল করা হয়েছে। ওদিকে ভোরের বিমান ধরতে রাত থেকে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন অনেক যাত্রী। অনেকেরই গন্তব্যে পৌঁছে গুরুত্বপূর্ণ কাজ ছিল। অনেকের অন্য যাত্রার টিকিট কাটা ছিল। উড়ান বাতিলের ঘোষণা হতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন যাত্রীরা। স্পাইসজেটের কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। সংস্থার বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ করেন তাঁরা।
স্পাইসজেটের তরফে জানানো হয়েছে, ঘন কুয়াশার কারণে বাগডোগরাগামী বিমান দমদম বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। আর দিল্লি বিমানবন্দরে কুয়াশার কারণে বিমান অবতরণ করতে পারছে না তাই সেই উড়ান বাতিল করা হয়েছে।