এদিন ভোরের দিকে ঘন কুয়াশায় ছেয়ে গিয়েছিল কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল। কুয়াশা এতটাই ঘন ছিল যে দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয়েছিল বিমান পরিষেবা। দৃশ্যমানতা কমে গিয়ে ৫০ মিটারে ঠেকেছিল সকালে। বেশ কয়েকটি বিমান অবতরণ করতে না পেরে ফিরে যায়। অন্য কোনও বিমানও উড়ে যায়নি কলকাতা থেকে। এর জেরে বহু বিমান যাত্রী আটকে পড়েছিলেন বিমানবন্দরেই।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়াশার জন্য দৃশ্যমানতা এতটাই কম ছিল যে সকালের দিকে কোনও বিমানই উড়তে পারেনি। এদিকে কলকাতায় অবতরণ না করতে পারা বিমানগুলির অধিকাংশকে পাঠানো হয় রাঁচি বিমানবন্দরে।
এদিকে ঘন কুয়াশার জেরে শুধু যে উড়ান পরিষেবা ব্যাহত হয়নি, কুয়াশার জেরে কলকাতা ও আশেপাশে যান এবং ফেরি চলাচলও ব্যাহত হয় সকালে। সকালে প্রায় ৯টা পর্যন্ত আলো জ্বালিয়ে গাড়ি চলাতে হয়েছিল চালকদের। ঘন কুয়াশায় ব্যাহত ট্রেন পরিষেবাও। একাধিক সকালের দিকের বেশ কয়েকটি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। দক্ষিণের অন্যান্য জেলাতেও এদিন কুয়াশার প্রকোপ দেখা গিয়েছে। অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায়। রোদ ফুটে ওঠে। তবে বেলা ৯টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন ছিল তিলোত্তমা।