বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌ডিভিসি থেকে দ্রুত প্রতিনিধি প্রত্যাহার করছি’‌, মোদীকে নালিশ করে চিঠি লিখলেন মমতা

‘‌ডিভিসি থেকে দ্রুত প্রতিনিধি প্রত্যাহার করছি’‌, মোদীকে নালিশ করে চিঠি লিখলেন মমতা

নরেন্দ্র মোদী-মমতা বন্দ্যোপাধ্যায়

ঘাটাল মাস্টারপ্ল্যান (১২৩৮.৯৫ কোটি টাকা) এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা বন্যা নিয়ন্ত্রণ পরিকল্পনার (৪৯৬.৭০ কোটি টাকা) জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। সেখানে মুর্শিদাবাদে ভূমিধস নিয়ন্ত্রণ প্রকল্পের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অর্থ বরাদ্দ এখনও বাকি আছে। চিঠিতে মোদীকে মনে করিয়ে দিয়েছেন মমতা।

ডিভিসি নিয়ন্ত্রিত বাঁধ থেকে ৫ লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। তার ফলে এক বড় বিপর্যয় ঘটেছে। যা অতীতে কখনও দেখা যায়নি। দক্ষিণবঙ্গের বানভাসী পরিস্থিতি নিয়ে ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে নালিশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রকের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির জবাব দেওয়া হয়। জল শক্তি মন্ত্রী সিআর পাতিল দাবি করেন, রাজ্যের সম্মতি নিয়েই ডিভিসি জল ছাড়ে মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে। সেই চিঠির জবাবে আবার নরেন্দ্র মোদীকে চিঠি লিখে মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, কেন্দ্রের বক্তব্য সঠিক নয়। অনেক সময়ই এমন হয় যে, রাজ্যের সম্মতি ছাড়া জল ছেড়ে দেওয়া হয় বলে দাবি মুখ্যমন্ত্রীর।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল, এটা ম্যান মেড বন্যা। যা ২০০৯ সালের পর থেকে নিম্ন দামোদরে সবচেয়ে ভয়াবহ এবং বাংলার প্রায় ৫০ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করেছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে নালিশ করেছেন তাতে তাঁর বক্তব্য, গত ১৬ সেপ্টেম্বর রাতে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে তাঁর কথা হয়। তিনি তখন জল না ছাড়ার অনুরোধ করেন। যদিও সেই অনুরোধ শোনা হয়নি। এমনকী রাজ্য সরকার আড়াই লক্ষ কিউসেক জল ছাড়ার অনুমোদনই করেনি। রাজ্যে সরকারের পক্ষ থেকে জলের পরিমাণ কমিয়ে প্রথমে ২.৩ লক্ষ কিউসেক ও পরে দু’লক্ষ কিউসেক জল ছাড়ার কথা বলেছিল। কিন্তু সেই অনুরোধও শোনা হয়নি।

আরও পড়ুন:‌ সিবিআইয়ের নজরে এখন টালা থানার এক এসআই, বিরূপাক্ষ–অভীকের সঙ্গেই তলব

এখন এই বানভাসী পরিস্থিতিতে বাংলার কৃষকদের ফসল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার জেরে বাজারে এখন সবজির দর আগুন। সামনে দুর্গাপুজো। তার আগে গ্রামবাংলার সমূহ ক্ষতি হয়ে গেল। এই আবহে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লেখেন, ‘‌জল শক্তি মন্ত্রকের চিঠির প্রেক্ষিতে আমি এই চিঠি লিখছি। আপনার মন্ত্রী দাবি করেছেন, ডিভিসির নিয়ন্ত্রণ কমিটির মাধ্যমে মাইথন এবং পাঞ্চেত বাঁধ পরিচালিত হয়, যেখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও রয়েছেন। আমি সেটা মানি না। কেন্দ্রীয় জল কমিশন এবং জল শক্তি মন্ত্রকই সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে। কখনও কখনও রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হয়। রাজ্যের অনুরোধও শোনা হয় না। তাই আমার সরকার বাংলাকে অপমান এবং অসহয়োগিতার প্রতিবাদে ডিভিসি থেকে দ্রুত প্রতিনিধি প্রত্যাহার করছি।’

এছাড়া ইতিমধ্যেই ঘাটাল মাস্টারপ্ল্যান (১২৩৮.৯৫ কোটি টাকা) এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা বন্যা নিয়ন্ত্রণ পরিকল্পনার (৪৯৬.৭০ কোটি টাকা) জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। বাংলা একা অনেক কাজ করছে। সেখানে মুর্শিদাবাদে ভূমিধস নিয়ন্ত্রণ প্রকল্পের জন্য কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অর্থ বরাদ্দ এখনও বাকি আছে। চিঠিতে নরেন্দ্র মোদীকে সে কথা মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, দক্ষিণবঙ্গে বন্যা নিয়ন্ত্রণের জন্য বিজ্ঞানভিত্তিক পদ্ধতি প্রয়োজন। কেন্দ্রের বরাদ্দ এক্ষেত্রেও অপর্যাপ্ত।

বাংলার মুখ খবর

Latest News

অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেন নাগাল এবং সিসিপাস বেশি দেখাচ্ছে ততটা হয়নি! বাংলাদেশে হিন্দু নির্যাতন! সব মানতে নারাজ সিদ্দিকুল্লা চ্যাম্পিয়ন্স ট্রফিতে শেষ হতে পারে রোহিতের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার: রিপোর্ট শত ব্যবহারেও ময়লা হবে না লেপ-কম্বল, লাগবে না দাগ; জেনে নিন এই কায়দা কুম্ভমেলায় পুণ্যস্নানে প্রথমেই ডুব ৫০ লক্ষ পুণ্যার্থীর, সংখ্যা আরও বাড়তে পারে ‘আমায় ছেড়ে দাও মা’,দাবানলের মাঝে বলেছিলেন সেরিব্রাল পালসি আক্রান্ত অভিনেতা!… ন্যূনতম EPS পেনশন ৭.৫ গুণ বাড়ানো হতে পারে কেন্দ্রীয় বাজেটে? বড় দাবি রিপোর্টে চন্দ্রমৌলির ‘মৃত মুখ’ দেখবেন না! প্রাক্তন সহকর্মীর আত্মহত্যা, কী লিখলেন রূপম? BGT 2024-25: হারের পরেও এই সিরিজ জীবন বদলে দিয়েছে- অভিজ্ঞতা শেয়ার করলেন নীতীশ দিল্লিতে বন্ধুর বিয়েতে ডেটিং! জাহ্নবীর সঙ্গে পোজ শিখরের, বেদাংকে নিয়ে হাজির খুশি

IPL 2025 News in Bangla

পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের অশ্বিনের পথে হেঁটে অবসরে জাদেজাও? রহস্যজনক পোস্টে বাড়ল জল্পনা! দেখে নিন সেই ছবি ২০২৫ IPLএ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন ফ্লাওয়ার! বললেন,এখনও সিদ্ধান্ত হয়নি কাউন্টি খেলে ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নেবেন বিরাট? RCB না চাইলে প্রায় অসম্ভব ১১ জানুয়ারি আগরকরদের বৈঠক! বাদ যেতে পারেন জাদেজা! শামিকে দিতে হবে পরীক্ষা পিছিয়ে গেল PSL 2025-র ড্রাফটের তারিখ! লড়াইয়ে IPL 2025-এর অবিক্রিত ক্রিকেটাররা স্টার্ক-কামিন্সদের বিরুদ্ধে ৩৯১ রান! যশস্বীর প্রশংসায় অজি ওপেনার! কুর্নিশ ভনেরও…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.