বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > RG Kar Lady Doctor Postmortem: ‘বিশেষ ইস্যু….’, সন্ধ্যায় তরুণীর ময়নাতদন্তের জন্য চিঠি পুলিশের, চাননি বিশেষজ্ঞ- রিপোর্ট

RG Kar Lady Doctor Postmortem: ‘বিশেষ ইস্যু….’, সন্ধ্যায় তরুণীর ময়নাতদন্তের জন্য চিঠি পুলিশের, চাননি বিশেষজ্ঞ- রিপোর্ট

আরজি করের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে। (ফাইল ছবি, সৌজন্যে এএনআই)

আরজি করের তরুণী চিকিৎসকের মৃতদেহের ময়নাতদন্ত নিয়ে একগুচ্ছ প্রশ্ন উঠেছে। সোমবারও একাধিক প্রশ্ন তোলেন আইনজীবী ফিরোজ এডুলজি। তারইমধ্যে একটি রিপোর্টে দাবি করা হল যে সন্ধ্যায় তরুণীর ময়নাতদন্তের জন্য চিঠি দিয়েছিল কলকাতা পুলিশ।

কেন সন্ধ্যা ছ'টায় তরুণী চিকিৎসকের ময়নাতদন্ত করা হয়েছিল? তা নিয়ে প্রথমদিন থেকেই প্রশ্ন উঠছে। সেই আবহে একটি চিঠি (পৃথকভাবে সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস) সামনে এল। যা একগুচ্ছ প্রশ্ন তুলে দিয়ে গেল। সংবাদমাধ্যম এবিপি আনন্দের প্রতিবেদনে জানানো হয়েছে, তরুণী চিকিৎসকের মৃতদেহের ময়নাতদন্তের জন্য যে দল গঠন করা হয়েছিল, সেই দলের একজন সদস্য তথা ফরেন্সিক বিশেষজ্ঞ জানিয়েছিলেন যে বিশেষ নির্দেশ না থাকলে বিকেল চারটের পরে পোস্টমর্টেম করা যাবে না। আর তারপরই টালা পুলিশের তরফে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে ফরেন্সিক বিভাগের প্রধানকে চিঠি পাঠানো হয়েছিল। জরুরি পরিস্থিতি এবং কয়েকটি বিশেষ ইস্যুতে বিকেল চারটের পরেও ময়নাতদন্ত করার আর্জি জানিয়েছিল পুলিশ। তারপর সন্ধ্যায় ময়নাতদন্ত হয়েছিল। রাতেই সৎকার করা হয় তরুণীর দেহ। অভিযোগ উঠেছে যে তথ্যপ্রমাণ লোপাটের জন্য তড়িঘড়ি দেহ সৎকার করে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে ময়নাতদন্তের কোনও সুযোগই না থাকে। কারণ অতীতে এমনও ঘটনা ঘটেছে যে আদালতের নির্দেশে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হয়েছে।

‘স্পেশাল অর্ডার না পেলে ময়নাতদন্ত নয়’

ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিকেল চারটের পরে যে ময়নাতদন্ত করার ক্ষেত্রে বিশেষ নিয়ম আছে, সেই নিয়ম স্মরণ করিয়ে দিয়েছিলেন ফরেন্সিক বিশেষজ্ঞ রিনা দাস। তিনি জানিয়েছিলেন যে বিকেল চারটের পরে ময়নাতদন্ত করতে গেলে স্পেশাল অর্ডার লাগবে। স্বাস্থ্য দফতরেরও সেই নিয়ম আছে। তাই বিশেষ নির্দেশ না পেলে তিনি ময়নাতদন্ত করবেন না।

আরও পড়ুন: RG Kar Doctor Mother furious with Mamata: 'যদি মমতার ফ্যামিলিতে এরকম ঘটনা ঘটত…', কড়া ভাষায় জবাব RG করের তরুণী মায়ের

‘বিশেষ ইস্যু….’, চিঠি পুলিশের, দাবি রিপোর্টে

ফরেন্সিক বিশেষজ্ঞের সেই যুক্তি শোনার পর টালা পুলিশ তৎপর হয়ে উঠেছিল। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধানকে চিঠি লিখে টালা থানার ওসি বলেছিলেন যে জরুরি পরিস্থিতি এটা। আর বিশেষ কয়েকটি বিষয় আছে। তাই বিকেল চারটে বেজে গেলেও যেন তরুণী চিকিৎসকের দেহের ময়নাতদন্ত করার অনুমতি দেওয়া হয়।

আরও পড়ুন: Sandip Ghosh ‘Corruption Racket’: মাসে ৭০ কোটির দুর্নীতি! সন্দীপের পিছনে কোন ‘অতি প্রভাবশালী’? যেত বখরা? দেখছে CBI

তরুণী চিকিৎসকের দেহ রেখে দিতে চেয়েছিল পরিবার

তারপর সেদিন তরুণী চিকিৎসকের দেহের ময়নাতদন্ত করা হয়েছিল। ময়নাতদন্তের পরে তাঁর দেহ হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয়েছিল বাড়িতে। পরিবারের দাবি, বাড়ির বাইরে তরুণী চিকিৎসকের দেহ দেড় দেড় ঘণ্টা পড়েছিল। ছিলেন না পরিবারের কোনও সদস্য। সেইসঙ্গে পরিবারের দাবি, তাঁরা দেহ দাহ করতে চাননি। কিন্তু পুলিশ এমন চাপ তৈরি করেছিল যে তাঁরা দেহ দাহ করতে বাধ্য হয়েছিলেন।

আরও পড়ুন: Sanjay Rai not Roy: রায় নয়, সঞ্জয় রাই; RG কর ও হাওড়ার ঘটনায় ২ অভিযুক্তই বিহারের, দাবি মমতার, করজোড়ে আর্জি ‘বন্ধুদের’

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিকের জাদু ক্ষমতা, এসব বলা বেআইনি, সতর্ক করল মন্ত্রক রামায়ণ থেকে অনুপ্রাণিত সিংহম এগেন, কে কোন চরিত্রে ধরা দেবেন? অনেকদিন ধরেই ভাবছিলেন! RG Karকাণ্ডে বিচার চেয়ে বাড়িতে দুর্গাপুজো শুরু মেহতাবের সৃজিত-মিথিলার দাম্পত্য নিয়ে খোঁচা! দুই বাংলার বিয়ে টিকছে না কেন? প্রশ্ন তসলিমার ফের ভারতের ক্যাপ্টেন হচ্ছেন সচিন তেন্ডুলকর! কবে নামবেন মাঠে? এবার‌ পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগ, চরম নিগ্রহ রাজের চোখে ডুব শুভশ্রীর, পাওয়ার কাপলের পঞ্চমী লুকে মুগ্ধ পার্নো-অদ্রিজারা মহাষষ্ঠীর দিনটি কেমন যাবে? পাবেন কোনও ভালো খবর? জানুন ৯ অক্টোবরের রাশিফল তৃণমূল সাংসদের সন্তান সম্পর্কে কুকথা, হাততালি দিয়ে ধৃত ২ তরুণী, তদন্তে সিবিআই পুজোর কলকাতায় মিছিল চিকিৎসকদের, ঠাকুর দেখতে বেরিয়ে উঠল স্লোগান,উই ওয়ান্ট জাস্টিস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.