বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > অন্য বেঞ্চে সরানো হোক নারদ মামলা, তড়িঘড়ি হাইকোর্টে আবেদনের পথে ৪ নেতা

অন্য বেঞ্চে সরানো হোক নারদ মামলা, তড়িঘড়ি হাইকোর্টে আবেদনের পথে ৪ নেতা

নারদকাণ্ডে অভিযুক্তদের আইনজীবীদের অন্যতম একজন। (ছবি সৌজন্য পিটিআই)

সূত্রের খবর, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবদন জানানো হচ্ছে।

নারদ মামলা অন্য বেঞ্চে সরিয়ে নেওয়ার জন্য কলকাতা হাইকোর্টে জানাতে চলেছেন চার নেতা। সূত্রের খবর, হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে আবদন জানানো হচ্ছে। যাতে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়দের অন্তর্বর্তীকালীন জামিনের পাওয়ার সুযোগ মেলে।

সূত্রের খবর, আর্জি জানানো হচ্ছে যে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ যেহেতু আজ বসতে পারছে না, তাই নারদ মামলা অন্য কোনও ডিভিশন বেঞ্চে সরিয়ে দেওয়া হোক। সেক্ষেত্রে বৃহ্স্পতিবার শুনানির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও সেই আর্জি গ্রহণ হবে কিনা, তা পুরোপুরি হাইকোর্টের উপর নির্ভর করছে।

বুধবার ঘণ্টা আড়াইয়ের মতো শুনানিতে সিবিআই এবং আইনজীবীর মধ্যে সওয়াল-পালটা সওয়ালের পর কোনও নির্দেশ দেয়নি হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্ট কী নির্দেশ দেয়, সেদিকে চোখ ছিল রাজনৈতিক মহলের। দুপুর দুটো থেকে নারদ মামলার শুনানি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ঘণ্টাদুয়েক আগে বেলার দিকে কলকাতা হাইকোর্টের তরফে বিবৃতিতে জানানো হয়, অনিবার্য কারণবশত বৃহস্পতিবার ‘প্রথম ডিভিশন বেঞ্চ’ (প্রধান বিচারপতির বেঞ্চ) বসছে না। তার ফলে নারদ মামলার জোড়া আবেদনের শুনানি হচ্ছে না। যে মামলার শুনানি কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ হচ্ছিল। কবে সেই শুনানি হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।

আপাতত চার নেতার মধ্যে সুব্রত, মদন এবং শোভন এসএসকেএম হাসপাতালে ভরতি আছেন। তাঁদের শারীরিক অবস্থার উপর নজর রেখেছেন চিকিৎসকরা। রক্তে শর্করার পরিমাণ বেশি আছে। ফিরহাদ প্রেসিডেন্সি সংশোধনাগার আছেন। তাঁরও জ্বর এসেছিল। তবে বৃহস্পতিবার সকালে তাঁর আর জ্বর আসেনি বলে প্রেসিডেন্সি সংশোধনাগার সূত্রে খবর। 

বাংলার মুখ খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.