বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Cyber crime in Kolkata: কম খরচে হোলি পার্টি! রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতেই অ্যাকাউন্ট থেকে উধাও টাকা

Cyber crime in Kolkata: কম খরচে হোলি পার্টি! রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতেই অ্যাকাউন্ট থেকে উধাও টাকা

রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করতেই প্রতারণা। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

হোলিকে সামনে রেখে কম খরচে পার্টি করার প্রলোভন দেখিয়ে ফাঁদ পাতছে প্রতারকরা। অনেকেই আবার সেই ফাঁদে পা দিচ্ছেন। এই প্রতারণাচক্র কলকাতা থেকে বসে চালানো হচ্ছে নাকি ভিন রাজ্য থেকে চালানো হচ্ছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যদিও সাইবারকর্তারা এখনও এ বিষয়ে কিছু জানতে পারেননি। 

আর কয়েকদিন পরেই রঙের উৎসব হোলি। এই উৎসবে রং খেলার পাশাপাশি নাচ গান, পার্টি, হৈ হুল্লোড়ে মেতে উঠবে গোটা দেশ। আর হোলি উৎসবে এই ধরনের বিনোদন দেওয়ার নামে চলছে প্রতারণা। সেজন্য রেজিস্ট্রেশন করতে গেলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। সম্প্রতি এমনই অভিযোগ পেয়েছে পুলিশ। বালিগঞ্জের এক যুবক দিন কয়েক আগে পুলিশের কাছে এই ধরনের প্রতারণার অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কম খরচে হোলি পার্টিতে যেতে চেয়েছিলেন ওই যুবক। তার মোবাইলে এ নিয়ে একটি রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠায় প্রতারকরা। সেই লিঙ্ক খুলতেই তিনি দেখেন অ্যাকাউন্ট থেকে কয়েক হাজার টাকা উধাও হয়ে গিয়েছে। এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবক। পুলিশ জানিয়েছে, হোলি উৎসবকে সামনে রেখে ভুয়ো পার্টির নাম করে এভাবেই সক্রিয় হয়ে উঠেছে সাইবার জালিয়াতিরা। শুধু বালিগঞ্জের ওই যুবকই নন, সম্প্রতি আরও কয়েকজন এইভাবে প্রতারিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীও দিন কয়েক আগে কম খরচে হোলি পার্টিতে যাওয়ার নামে অচেনা নম্বর থেকে একটি ফোন পেয়েছিলেন। তাঁর কাছ থেকে রেজিস্ট্রেশন বাবদ কিছু পরিমাণ টাকা চাওয়া হয়েছিল। কিন্তু, বিষয়টি বুঝতে পেরে তিনি অবশ্য রেজিস্ট্রেশন করতে অস্বীকার করেছিলেন এবং সঙ্গে সঙ্গে ফোন কেটে দিয়েছিলেন। সম্প্রতি এই সমস্ত অভিযোগ পাওয়ার পরে তৎপর হয়েছে কলকাতা পুলিশের সাইবার শাখা। আধিকারিকদের বক্তব্য, হোলিকে সামনে রেখে কম খরচে পার্টি করার প্রলোভন দেখিয়ে ফাঁদ পাতছে প্রতারকরা। অনেকেই আবার সেই ফাঁদে পা দিচ্ছেন। এই প্রতারণাচক্র কলকাতা থেকে বসে চালানো হচ্ছে নাকি ভিন রাজ্য থেকে চালানো হচ্ছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। যদিও সাইবারকর্তারা এখনও এ বিষয়ে কিছু জানতে পারেননি। তবে এ বিষয়ে তদন্ত শুরু করেছেন আধিকারিকরা।

সাইবার বিশেষজ্ঞদের মধ্যে প্রতিবারই নয়া পদ্ধতিতে প্রতারণা করছে প্রতারকরা। সাধারণত কখনও বিদ্যুতের বিল, মোটা অঙ্কের টাকা দেওয়ার কথা বলে প্রতারণা করা হয়ে থাকে। আর এখন হোলিকে সামনে রেখে প্রতারণার ফাঁদ ফেলা হচ্ছে মানুষকে। এ নিয়ে মানুষকে সতর্ক থাকতে বলছেন সাইবার বিশেষজ্ঞরা। এক পুলিশ কর্তা জানিয়েছেন, সাইবার ক্রাইম রুখতে পুলিশের তরফ থেকে সব রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগের থেকে এই প্রতারণা অনেকটাই কমানো গিয়েছে। তবে এই সম্পর্কে মানুষকে আরও বেশি সচেতন থাকতে হবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন
Live Score