দুষ্কৃতী তাণ্ডবে উত্তপ্ত রাতের শহর। রবিবার রাতে কলকাতার একবালপুরে দুই দল দুষ্কৃতীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষ থামাতে গেলে পুলিশকে লক্ষ্য করেও গুলি ছোঁড়া হয় বলে অভিযোগ। ঘটনায় সঞ্জয় পান্ডা নামে এক পুলিশকর্মী আহত হয়েছেন।তবে অল্পের জন্য তাঁর শরীরে গুলি লাগেনি। মূলত সংঘর্ষের মাঝে পড়ে তিনি জখম হন। কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা গোটা ঘটনার তদন্তে নেমেছে। এই ঘটনায় ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। একটি ৭ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাত ২ টো। ৯০ নম্বর সুধীর বোস লেনের ঘটনা। কার্যত গ্যাংওয়ার বেধে যায় রাতের কলকাতায়। একদিকে ইডলি ভিকির গোষ্ঠীর লোকজন ও অন্যদিকে ইমরানের লোকজন। লাঠি, ইঁট নিয়ে এক গোষ্ঠীর লোকজন অপর গোষ্ঠীর উপর চড়াও হয়। এরপর সংঘর্ষ থামাতে গেলে পুলিশকে লক্ষ্য করেও গুলি চালায় দুষ্কৃতীরা। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। এরপরই বিশাল পুলিশবাহিনী এলাকায় মোতায়েন করা হয়। তারা দফায় দফায় এলাকায় টহলদারি শুরু করে। ব্যাপক ধরপাকড় শুরু করে পুলিশ। ইতিমধ্যেই চারজন ধরা পড়েছে পুলিশের জালে। তবে পুলিশ এলাকায় তল্লাশি চালাচ্ছে। আরও কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে।