বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > দরজা ভিতর থেকে বন্ধ, আমির খানের গ্রেফতারির পরেও দেখা নেই পরিবারের সদস্যদের

দরজা ভিতর থেকে বন্ধ, আমির খানের গ্রেফতারির পরেও দেখা নেই পরিবারের সদস্যদের

আমির খানের বাড়ি থেকে উদ্ধার টাকা।

আমির গ্রেফতার হতেই প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হতে থাকে নাসির খানের পরিবারের সঙ্গে। শনিবার সারাদিন যোগাযোগ করেও সাংবাদিকরা বাড়ির কারও সঙ্গে কথা বলতে পারেননি। বারবার ডাকাডাকি করেও কারও সাড়া মেলেনি।

কলকাতার গার্ডেনরিচে টাকা উদ্ধারকাণ্ডে গ্রেফতার যুবক আমির খানের পরিবারের সদস্যদের খোঁজ পাওয়া যাচ্ছে না। শুক্রবার দিল্লি লাগোয়া উত্তর প্রদেশের গাজিয়াবাদ থেকে আমিরকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। তার পর থেকে আমিরের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের একাধিক চেষ্টা করেও সাফল্য পাওয়া যায়নি। এমনকী বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ। কিন্তু ডাকলেও সাড়া দেননি কেউ।

গত ১০ সেপ্টেম্বর গার্ডেনরিচ থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে শাহি আস্তাবল রোডে নাসির খানের বাড়িতে হানা দেন ইডির গোয়েন্দারা। বাড়ির খাটের নীচ থেকে বেরোয় প্রায় ১৮ কোটি টাকা। ইডি সূত্রে জানা যায়, অনলাইন গেমিং অ্যাপ প্রতারণায় যুক্ত পরিবহণ ব্যবসায়ী নাসির খানের ছেলে আমির খান। ঘটনার পর থেকে পলাতক ছিল সে। শুক্রবার আমিরকে গাজিয়াবাদ থেকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তার আগে দেড় বছর আগে পার্ক স্ট্রিট থানায় প্রতারণার অভিযোগ করেছিল ফেডেরাল ব্যাঙ্ক।

কলকাতায় রাজ্য দফতর খুলল আম আদমি পার্টি, কী বললেন মদন - শুভেন্দু?

ওদিকে আমির গ্রেফতার হতেই প্রতিক্রিয়ার জন্য যোগাযোগ করা হতে থাকে নাসির খানের পরিবারের সঙ্গে। শনিবার সারাদিন যোগাযোগ করেও সাংবাদিকরা বাড়ির কারও সঙ্গে কথা বলতে পারেননি। বারবার ডাকাডাকি করেও কারও সাড়া মেলেনি। অথচ বাড়ির দরজা আটকানো ভিতর থেকে। রবিবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে।

প্রতিবেশীরা জানিয়েছেন, ইডির হানার পর থেকে নাসির খানের পরিবারের সদস্যদের বাড়ির বাইরে তেমন দেখা যায়নি। শেষবার গত ১০ সেপ্টেম্বর দেখা গিয়েছিল পরিবারের সদস্যদের। তার পর থেকে তাদের দেখা যায়নি। তবে বাড়ির দরজা বাইরে থেকে তালা দেওয়া নেই। দরজা বন্ধ ভিতর থেকে।

প্রশ্ন উঠছে, তবে কি বাড়ি ছেড়েছেন আমির খানের পরিবারের সদস্যরা? না কি সংবাদমাধ্যমের প্রশ্ন এড়াতে বাড়িতেই আত্মগোপন করে রয়েছেন তাঁরা?

 

 

বন্ধ করুন