চিরিখানায় নতুন সদস্য। পুত্রসন্তানের জন্ম দিল জিরাফ। এক সপ্তাহ আগে এই জিরাফ শাবকের জন্ম হয়েছে। আজ শুক্রবার থেকে তাকে দর্শকদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। নতুন সদস্যকে পেয়ে যেমন আনন্দে মেতে উঠেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ তেমনিই তাকে দেখার জন্য দর্শকদেরও ভিড় জমেছে চিড়িয়াখানায়। সব মিলিয়ে এখন চিড়িয়াখানায় খুশির আমেজ।
এর আগে চিড়িয়াখানায় জিরাফের সংখ্যা ছিল ১১ টি। নতুন সদস্য আসায় চিড়িয়াখানায় এখন জিরাফের সংখ্যা বেড়ে হল ১২ টি। জিরাফ শাবকের মায়ের নাম তৃণা এবং বাবার নাম মঙ্গল। এখন মা-বাবার সঙ্গে দিব্যি রয়েছে নতুন সদস্য। মা এবং দুজনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তিন বছর আগে এক কন্যা শাবকের জন্ম দিয়েছিল তৃণার মেয়ে লক্ষ্মী। নতুন সদস্যকে দেখার জন্য এখন কাতারে কাতারে ভিড় হচ্ছে জিরাফের এনক্লোজারের কাছে। জিরাফ শাবকের কথা জানতে পেরেই একবার সেখানে না গিয়ে থাকতে পারছেন না দর্শকরা।
শীতের শুরুতেই আরও এক নতুন সদস্য এসেছিল চিড়িয়াখানায়। সেক্ষেত্রে জন্ম হয়েছিল এক জেব্রা শাবকের। যারফলে বর্তমানে চিড়িয়াখানায় জেব্রা রয়েছে আটটি। যার মধ্যে পাঁচটি মেয়ে জেব্রা এবং তিনটি পুরুষ জেব্রা। গত ২০ নভেম্বর ওই জেব্রা শাবকের জন্ম হয়েছিল।