বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Partha Chatterjee: ‘৫মিনিট বলতে সুযোগ দিন’, বিচারকের কাছে কাতর আর্জি পার্থর, বাড়ল হেফাজতের মেয়াদ

Partha Chatterjee: ‘৫মিনিট বলতে সুযোগ দিন’, বিচারকের কাছে কাতর আর্জি পার্থর, বাড়ল হেফাজতের মেয়াদ

পার্থ চট্টোপাধ্যায়। ফাইল ছবি  (HT_PRINT)

কোর্টরুমে ঘনিষ্ঠদের কাছে বলেছেন নানা কথা। দুর্নীতির দায় নিজের ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চেয়েছেন। 

দুর্নীতির সব দায় পর্ষদের ঘাড়ে ঠেলে দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার তাঁকে নিয়োগে দুর্নীতি মামলায় আদালতে পেশ করা হয়। এদিনও তিনি দুর্নীতির দায় নিজের ঘাড় থেকে ঝেড়ে ফেলতে চেয়েছেন। আলিপুরে কোর্টরুমের মধ্যে ঘনিষ্ঠদের কাছে বলেন, 'আমি মন্ত্রী ছিলাম। কোনও নিয়োগ কর্তা নই। আমি কোনও বেআইনি কাজকে সমর্থন করিনি করবোও না। বোর্ড চলে নিজস্ব বিধি ও আইন মেনে।'  কিন্তু এই সব অরণ্যে রোদনে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত তাঁকে জেলের সেলেই ফিরতে হয়েছে। ২৩ মার্চ পর্যন্ত তাঁর জেল হেফাজত বাড়িয়ে দিয়েছেন আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক।

এদিন শুনানির সময় বিচারককে পার্থ চট্টোপাধ্যায় বলেন, 'আমাকে পরবর্তী শুনানির দিন পাঁচ মিনিট সময় দেবেন। আমি কথা বলতে চাই।' বিচারক তাঁকে কথা বলার জন্য সময় দেবেন বলেই জানা গিয়েছে। (পড়তে পারেন। দলের প্রতি অভিমান হয়েছে পার্থর, অর্পিতার কথা শুনে একী করলেন প্রাক্তন মন্ত্রী!)

২ মার্চও যখন তাকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে তোলা হয়, সেদিনও তিনি জানান স্কুল সার্ভিস কমিশন হোক বা, প্রাথমিক শিক্ষা পর্ষদ, এ সবই স্বশাসিত সংস্থা। নিয়োগ সংক্রান্ত বিষয়ে হস্তক্ষেপ করার ক্ষমতা মন্ত্রীর নেই। সেদিনও তিনি জানিয়েছিলেন, নিয়োগ নিয়ে মন্ত্রী হিসাবে তাঁর কোনও ভূমিকা নেই।

এর আগে, ১৪ মার্চ পার্থ চট্টোপাধ্যায়ের ভার্চুয়াল শুনানি হয়। সেদিন বিচারকের কাছে নিজের ফোলা পা দেখিয়ে আর্জি জানিয়ে বলেন, 'মরে গেলে আর বিচার করে কী হবে?' যদিও বিচারকের দিক থেকে তাঁর কাছে সদর্থক কোনও বার্তা আসেনি। তিনি শুধু আশ্বাস দিয়ে বলেন, দ্রুত তদন্ত শেষ করার জন্য ইডি-কে বলা হয়েছে।

বন্ধ করুন