বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > সমস্যা হলে সুপ্রিম কোর্টে যান, তৃণমূলের আইনজীবীদের ভর্ৎসনা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

সমস্যা হলে সুপ্রিম কোর্টে যান, তৃণমূলের আইনজীবীদের ভর্ৎসনা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

কলকাতা হাইকোর্ট (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

মঙ্গলবারের পর বুধবারও কলকাতা হাইকোর্টে বেনজির পরিস্থিতি তৈরি হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস ১৭ নম্বর কোর্টরুমের দরজার সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলপন্থী আইনজীবীরা।

তাঁর এজলাসে তৃণমূলপন্থী আইনজীবীদের অরাজকতা তৈরির চেষ্টাকে তীব্র ভাষায় ভর্ৎসনা করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বুধবার এজলাসে বেনজির বিক্ষোভ চলার সময় বিচারপতির ভর্ৎসনার মুখে পড়েন তৃণমূলপন্থী আইনজীবীরা। এমনকী কেন তাঁর এজলাসে বয়কটের ডাক দেওয়া হচ্ছে তা নিয়েও স্পষ্ট করে কিছু বলতে পারেননি তৃণমূলের আইনজীবীরা।

মঙ্গলবারের পর বুধবারও কলকাতা হাইকোর্টে বেনজির পরিস্থিতি তৈরি হয়। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস ১৭ নম্বর কোর্টরুমের দরজার সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলপন্থী আইনজীবীরা। যে আইনজীবীরা ওই আদালতে মামলা লড়তে ঢুকছিলেন তাঁদের হেনস্থা করা হয় বলে অভিযোগ। তৃণমূলপন্থী আইনজীবীদের হাতে আক্রান্ত হন রাজ্যসভার সাংসদ তথা প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। একই সঙ্গে বিক্ষোভ চলতে থাকে এজলাসের ভিতরেও। এর পরই মুখ খোলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

তৃণমূলপন্থী আইনজীবী চণ্ডীচরণ দে-কে তিনি বলেন, ‘এজলাসের ভিতরে রাজনীতি করবেন না। আমি তো শুধুমাত্র দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ করেছি।’ জবাবে চণ্ডীচরণবাবু বলেন, ‘বিচারপতির নির্দেশ নিয়ে তাদের আপত্তি নেই। কিন্তু দিনকয়েক আগে তিনি ডিভিশন বেঞ্চ নিয়ে যে মন্তব্য করেছেন তা নিয়ে আমাদের আপত্তি রয়েছে।’ জবাবে বিচারপতি বলেন, ‘আপত্তি থাকলে সুপ্রিম কোর্টে যান। বিক্ষোভ দেখাচ্ছেন কেন?’

বলে রাখি, সপ্তাহ কয়েক আগে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন তৃণমূলপন্থী আইনজীবীরা। তার পর ডিভিশন বেঞ্চের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দেন তিনি। সেই চিঠিতে ডিভিশন বেঞ্চ প্রভাবিত কি না সেই প্রশ্নও তোলেন তিনি।

 

বাংলার মুখ খবর

Latest News

শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.