বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‘‌তৃণমূল কংগ্রেস গোয়ায় কোনও ফ্যাক্টর হবে না’‌, ফলাফলের আগেই মন্তব্য দিলীপের

‘‌তৃণমূল কংগ্রেস গোয়ায় কোনও ফ্যাক্টর হবে না’‌, ফলাফলের আগেই মন্তব্য দিলীপের

ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি দিলীপ ঘোষ।

আজ, বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির জয়ের ব্যাপারে নিশ্চিন্ত মনোভাব প্রকাশ করলেন দিলীপ ঘোষ।

পাঁচ রাজ্যের বিধানসভার গণনা শুরু হয়েছে। আর তা নিয়ে বেশ আশাবাদী বিজেপি। সেই কথা শোনা গেল বিজেপির সর্বভারতীয় সহ–সভাপতি দিলীপ ঘোষের মুখে। যদিও বাংলায় তাঁদের দলের হাল একেবারে বেহাল। আজ, বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির জয়ের ব্যাপারে নিশ্চিন্ত মনোভাব প্রকাশ করলেন দিলীপ ঘোষ।

ঠিক কী বলেছেন দিলীপ ঘোষ?‌ এদিন তিনি বলেন, ‘পাঞ্জাবে তো আমরা সরাসরি নেতৃত্ব দিইনি। অন্যান্য দলের সঙ্গে থাকতাম। এবারে আমরা নেতৃত্ব দিয়েছি। পাঞ্জাবে ভালো ফল হবে। তৃণমূল কংগ্রেস গোয়ায় কোনও ফ্যাক্টর হবে না। আমাদের ১১টা আসন ছিল, তাতেই আমরা সরকার চালিয়েছিলাম। এবারে আসন বাড়বে সরকার আমাদের হবে।’‌ যদিও দেখা যাচ্ছে গোয়ায় ৭টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল।

উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে গোয়ায় কংগ্রেস সব থেকে বেশি আসন পেলেও ম্যাজিক ফিগার না ছুঁতে পারায় বিজেপি জোট গঠন করে এবং ক্ষমতায় আসে। এবারের রাজনৈতিক সমীকরণ পাল্টে গিয়েছে। এখানে তৃণমূল কংগ্রেস ঢেউ তুলেছে। ফলে যদি কোনও কারণে ত্রিশঙ্কু বিধানসভা হয়, তাহলে তৃণমূল কংগ্রেসই হবে কিংমেকার।

বিধানসভায় বিজেপির লাড্ডু বিতরণ নিয়েও দিলীপ ঘোষের সাফাই, ‘‌পার্টি যখন ছোট ছিল, আমি তখন লজেন্স বিতরণ করতাম। এখন পার্টি বড় হয়েছে, এখন লাড্ডু খাওয়ানো উচিত আনন্দের দিনে। তবে অন্যরা খাবেন কিনা জানি না আমাদের লোকেরা তো খাবে।’‌ উত্তরপ্রদেশে বিজেপির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সমাজবাদী পার্টি। পাঞ্জাবে শুরু থেকে বিজেপিকে হাওয়া তুলে দেখা যাচ্ছে না। এখন দেখার পাঁচ রাজ্যের নির্বাচনে বিজেপির হাতে আসে কটা।

বন্ধ করুন