বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bowbazar metro: ধনতেরাসের আগে ২ দিন ব্যবসা করার আবেদন বউবাজারের স্বর্ণ ব্যবসায়ীদের

Bowbazar metro: ধনতেরাসের আগে ২ দিন ব্যবসা করার আবেদন বউবাজারের স্বর্ণ ব্যবসায়ীদের

বউবাজার। ফাইল ছবি।

স্বর্ণশিল্প বাঁচাও কমিটির বাবলা দে জানান, ‘আমরা ক্ষতিপূরণ চাই না। সরিয়ে দিলে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু আমরা ধনতেরাসের আগে দুটো দিন ব্যবসা করতে চাই।’ এক স্বর্ণ ব্যবসার কথায়, ‘আমরা সারা বছর ধনতেরাসের জন্য অপেক্ষায় থাকি।’

বউবাজারে মেট্রোর কাজে বিপর্যয়ের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু সোনার দোকান ও বাড়ি। অনেকেই ভয়ে দোকান খুলেছেন আবার অনেকে দোকান খুলতেই পারেননি। সামনে ধনতেরাস। আর ধনতেরাসের আগে কয়েকটা দিনের জন্য সারা বছর অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন স্বর্ণ ব্যবসায়ীরা। কারণ এই সময়টাই সবচেয়ে ভালো ব্যবসা হয়। তাই ধনতেরাসের আগে দুটো দিন ব্যবসা করার জন্য মেট্রো কর্তৃপক্ষের কাছে আর্জি জানালেন ব্যবসায়ীরা।

বউবাজারে মেট্রোর কাজে বিপত্তি, দিল্লি–বেঙ্গালুরু থেকে আসছেন বিশেষজ্ঞরা

স্বর্ণশিল্প বাঁচাও কমিটির বাবলা দে জানান, ‘ আমরা ক্ষতিপূরণ চাই না। সরিয়ে দিলে আমাদের কোনও আপত্তি নেই। কিন্তু আমরা ধনতেরাসের আগে দুটো দিন ব্যবসা করতে চাই।’ এক স্বর্ণ ব্যবসার কথায়, ‘আমরা সারা বছর ধনতেরাসের জন্য অপেক্ষায় থাকি। কোভিডের কারণে গত দু'বছর সেভাবে ব্যবসা হয়। তাই এ বছর আশা ছিল ভালো ব্যবসা হবে। কিন্তু মেট্রোর কাজের ফলে আমাদের ব্যবসা শিকেয় উঠেছে।’

এদিকে গতকাল কলকাতা পুলিশ, কেএমআরসিএল, পুরসভা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ দল বউবাজারের ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শন করেছেন। তারা ক্ষতিগ্রস্ত দোকান এবং বাড়িগুলি পরিদর্শন করেছেন। বিশেষজ্ঞদের দাবি, আপাতত ব্যবসা চালিয়ে গেলেও সেগুলি না সমস্যা সমস্যা তৈরি হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ কমিটির এক সদস্যদের কথায়, ‘আমরা বেশ কিছু দোকান পরিদর্শন করেছি। যার মধ্যে কয়েকটি দোকানের অবস্থা খারাপ। সেগুলি সরাতেই হবে।’ কলকাতা পুরসভার ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্ব দে জানিয়েছেন, সোনার দোকানগুলি ইন্সপেকশন করার পর তারপর খোলা যাবে। এদিন এই বিশেষজ্ঞ দল দোকান পরিদর্শনের পর বৈঠক করেন।

বন্ধ করুন