কলকাতায় আবর্জনার স্তূপে উদ্ধার হয়েছিল একটি কাটা মুণ্ড। ১৩ ডিসেম্বরের সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই একজনকে আটক করল পুলিশ। উল্লেখ্য, শুক্রবার সকালেই দক্ষিণ কলকাতার গলফগ্রিন এলাকায় এই মুণ্ডটি উদ্ধার হয়েছিল। এর সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছেছিলেন পদস্থ পুলিশ আধিকারিকরা। তদন্ত শুরু হয় ঘটনার। সিট গঠন করা হয়। মুণ্ডটি কার, তার খোঁজ চালানো হয়। এরপর গতকাল রাতেই সেই মহিলার পরিচয় জানতে পারে পুলিশ। জানা যায়, নিহত মহিলার নাম খাদিজা বিবি। সেই সূত্র ধরে তদন্ত এগিয়ে যায়। আর আজ ভোরে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে এক ব্যক্তিকে। রিপোর্ট অনুযায়ী, আটক ব্যক্তির নাম আতিকুর লস্কর। (আরও পড়ুন: 'বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও...', ভারতকে কি ভয় পাচ্ছে জামাতে ইসলামি?)
আরও পড়ুন: আরাকান আর্মির দখলে রাখাইন, 'রোহিঙ্গা' নামক মাথাব্যথা কীভাবে দূর করবেন ইউনুস?
পুলিশ জানিয়েছে, যেখান থেকে মহিলার কাটা মুণ্ড উদ্ধার হয়েছে, শুক্রবার ভোরে সেখানেই আতিকুরের গতিবিধির প্রমাণ মিলেছে। তদন্তের স্বার্থে সিসিটিভি ও টাওয়ার লোকেশন ব্যবহার করে পুলিশ। এই আবহে কলকাতা লাগোয়া পুলিশ জেলা এবং কমিশনারেটগুলিতে আতিকুরের ছবি পাঠনো হয়েছিল কলকাতা পুলিশের তরফ থেকে। এরপরই ডায়মন্ড হারবার পুলিশ আতিকুরকে চিহ্নিত করে। আতিকুরের ফোন নম্বর থেকে টাওয়ার লোকেশন খতিয়ে দেখা হয়। নিশ্চিত হওয়া যায়, শুক্রবার ভোরে গলফগ্রিনের সেই এলাকাতেই ছিল আতিকুর। এরপরই অভিযান চালিয়ে আতিকুরকে আটক করেছে পুলিশ।
জানা গিয়েছে, আটক আতিকুর লস্কর দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের বাসকভাঙা পঞ্চগ্রামের বাসিন্দা। এদিকে নিহত খাদিজা বিবি মুড়াগাছা কালীতলা পারুল গ্রামের বাসিন্দা ছিলেন। খাদিজার বিয়ে হয়েছিল মগরাহাটের রাধানগর গ্রামে। এই আবহে পুলিশের প্রাথমিক ধারণা, প্রেমঘটিত টানাপোড়েনের জেরে খুন করা হয়ে থাকতে পারে খাদিজাকে। এই আবহে আটক আতিকুরকে জেরা করছে পুলিশ। অপরদিকে নিহত মহিলার পরিবারের সঙ্গেও কথা বলছে পুলিশ। এদিকে কাটা মুণ্ডর বাকি দেহটা এখনও পুলিশ খুঁজে পায়নি। এই আবহে তল্লাশি জারি রয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সকাল ৭টা নাগাদ একটি ময়লার স্তূপ পরিষ্কার করছিলেন সাফাইকর্মীরা। সেই সময় এক প্লাস্টিকের প্যাকেটে মোড়া একটি মুণ্ড দেখতে পান তাঁরা। প্রথমে তাঁরা সেই মুণ্ডটিকে নকল বলে মনে করেছিলেন। পরে প্লাস্টিকের মুখ ফাঁক করতেই রক্ত দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ আধিকারিরা পৌঁছন ঘটনাস্থলে। পৌঁছন ডেপুটি কমিশনার বিদিশা কলিতা। পুলিশের নজর এড়িয়ে অভিজাত এলাকায় কীভাবে একজন মুণ্ড ফেলে দিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে মুণ্ড উদ্ধারের ২৪ ঘণ্টা যেতে না যেতেই এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।