বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ‌সরকারি বাস কখন আসবে? উত্তর দেবে গুগল

‌সরকারি বাস কখন আসবে? উত্তর দেবে গুগল

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস

২০১৭ সালে ‘‌পথদিশা’‌ অ্যাপ চালু করেছিল রাজ্য পরিবহণ নিগম। এই অ্যাপে জিপিএস প্রযুক্তির মাধ্যমে বাসের অবস্থান ও তা আসার সম্ভাব্য সময় জানা যেত।

শহরের যেকোনও বাসস্টপে দাঁড়িয়েই রাজ্য পরিবহণ নিগমের অধীনে থাকা বাসের হদিশ পেয়ে যাবেন যাত্রী। এই সাহায্যের জন্য এগিয়ে এল গুগুল। এর ফলে ওই যাত্রী সংশ্লিষ্ট বাসের সময় ও অবস্থান দুই–ই জানতে পারবেন।

রাজ্য পরিবহণ নিগম সূত্রে খবর, নতুন এই ব্যবস্থায় বাসের কন্ডাকটরের কাছে থাকা ইলেকট্রনিক টিকেটিং মেশিনে বিশেষ একটি যন্ত্র বসানো থাকবে। গুগুল ম্যাপের সাহায্যে নতুন এই ব্যবস্থায় সাহায্য নেওয়া হবে। এই ব্যবস্থা চালু হয়ে গেলে কোনও যাত্রী বাসস্টপে দাঁড়িয়ে যদি মোবাইলে ইংরাজিতে বাস বিটুইন লিখে গন্তব্যের নাম ও নির্দিষ্ট স্টপের নাম লিখে সার্চ করেন তাহলে সংশ্লিষ্ট বাসের সময় ও অবস্থান জানা যাবে। এই তথ্য জানার জন্য অন্য কোনও অ্যাপ ডাউনলোড করা প্রয়োজন হবে না। জানা যাচ্ছে, মে মাসের মাঝামাঝি সময় থেকে নতুন এই ব্যবস্থা চালু হয়ে যাবে। এই পরিষেবাটি 'রিয়েল টাইম' অর্থাৎ গুগল ম্যাপ ট্র্যাক করবে। এই পরিষেবার মাধ্যমে যাত্রী যেই বাস স্টপে অপেক্ষা করছেন সেখানে বাস পৌঁছতে আনুমানিক কতটা সময় লাগতে পারে তাও জানা যাবে। এমনকি কোন বাস স্টপ পর্যন্ত কত ভাড়া লাগবে সেটাও জানতে পারা যাবে। কোন কোন বাস কোথায় কোথায় যায় তারও তথ্য দেওয়া থাকবে।

এই প্রসঙ্গে রাজ্য পরিবহণ নিগমের ম্যানেজিং ডিরেক্টর রাজনবীর সিং কাপুর জানান, ‘‌নতুন এই ব্যবস্থায় বাসের অবস্থান যেমন জানা যাবে, তেমনি টিকিট কাটার ওপরও নজর রাখা যাবে।’‌ নতুন এই ব্যবস্থা চালু করার জন্য যে সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই সংস্থার তরফে জানানো হয়েছে, এর ফলে একদিকে বাসের আয় বাড়ারও সুযোগ থাকবে, তেমনি যাত্রীরা খুব সহজেই বাসের অবস্থান সম্পর্কে জানতে পারবেন। উল্লেখ্য, ২০১৭ সালে ‘‌পথদিশা’‌ অ্যাপ চালু করেছিল রাজ্য পরিবহণ নিগম। এই অ্যাপে জিপিএস প্রযুক্তির মাধ্যমে বাসের অবস্থান ও তা আসার সম্ভাব্য সময় জানা যেত। তবে এই প্রযুক্তির নির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা ছিল বলে যাত্রীদের একাংশের মত। অনেকক্ষেত্রে দেখা যেত যাত্রীরা বাসস্টপে দাঁড়িয়ে বুঝতে পারতেন, নির্দিষ্ট সময়ের খানিকক্ষণ আগেই বাস চলে গিয়েছে। কিন্তু নতুন প্রযুক্তিতে এই ধরনের কোনও ঘটনা ঘটবে না বলেই মনে করা হচ্ছে।

বাংলার মুখ খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.