বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কুন্তুল বলত, চিন্তা নেই, আমার যোগাযোগ হেডকোয়ার্টার পর্যন্ত: গোপাল দলপতি

কুন্তুল বলত, চিন্তা নেই, আমার যোগাযোগ হেডকোয়ার্টার পর্যন্ত: গোপাল দলপতি

ইডি দফতরে গোপাল দলপতি।

গোপাল দলপতির দাবি, কুন্তল শুধু বলত, কালীঘাটের কাকুকে টাকা দিলেই হয়ে যাবে। কিন্তু তাঁর নাম কখনো মুখে আনেনি সে। ও বলত, কালীঘাটের কাকু আছে। কোনও সমস্যা নেই। আমার যোগাযোগ একদম হেডকোয়ার্টারে।

অযোগ্যদের চাকরি পাইয়ে দিতে শুধুমাত্র কুন্তল ঘোষই ১০০ কোটি টাকা নিয়ে থাকতে পারেন। সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে এমনই দাবি করলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে চর্চিত নাম গোপাল দলপতি। সঙ্গে তিনি বলেন, তাপসবাবুর নামে আজেবাজে বলে তদন্তের মুখ ঘোরানোর চেষ্টা করছেন কুন্তল।

এদিন গোপাল দলপতি বলেন, তাপস মণ্ডলই আমার সঙ্গে কুন্তলের পরিচয় করিয়ে দিয়েছিলেন। আমার সঙ্গে পরিচয়ের আগেই কুন্তল ২টো মেরিট লিস্টে বেশ কয়েকজনের চাকরি করিয়ে দিয়েছিল। তাই ওপর ওপর আস্থা বাড়ে। আমি তাপসদার কথা মতো চাকরিপ্রার্থীদের কুন্তলের কাছে নিয়ে যেতাম। কুন্তলকে টাকা পৌঁছে দিতাম। অন্য কাউকে আমি টাকা দিইনি।

গোপাল দলপতির দাবি, কুন্তল শুধু বলত, কালীঘাটের কাকুকে টাকা দিলেই হয়ে যাবে। কিন্তু তাঁর নাম কখনো মুখে আনেনি সে। ও বলত, কালীঘাটের কাকু আছে। কোনও সমস্যা নেই। আমার যোগাযোগ একদম হেডকোয়ার্টারে।

গোপাল দলপতির দাবি, একা তাপস মণ্ডল নয়, আরও অনেকের কাছ থেকে টাকা নিয়েছে কুন্তল। তাই আলোচনাটা ১৯ কোটিতে আটকে থাকলে চলবে না। ও তো শুধু তাপসদার কাছ থেকে ১৯ কোটি নিয়েছে। এরকম আরও ৪ – ৫ জনের থেকে টাকা তুলেছে কুন্তল।

তিনি বলেন, তদন্ত ঘুরিয়ে দিতে তাপসদার নামে আজেবাজে বলছে কুন্তল। তাপসদার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই।

 

বন্ধ করুন