বুধবার থেকে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় একাধিক রুটে চালু হয়েছে বাস পরিষেবা। পরিবহন দফতরের কর্তারা জানিয়েছেন, দুই পরগনা ও হাওড়ার যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বেশি সংখ্যক রুটে বাস পরিষেবা দেওয়া হচ্ছে। চাহিদা অনুযায়ী পরবর্তী সময়ে আরও রুটে বাস চালানো হতে পারে বলে জানিয়েছেন তাঁরা।
সেই পরিষেবা শুরুর প্রথম দিন থেকেই বাসের অপেক্ষায় শহর এবং শহরতলির বিভিন্ন প্রান্তে লম্বা লাইন চোখে পড়েছে। সাধারণত সংশ্লিষ্ট রুটগুলিতে যে সংখ্যক বাস চলে, তার তুলনায় প্রায় দ্বিগুণ বাস নামলেও যাত্রীদের অপেক্ষার বহর কমেনি। পরিবহন দফতরের কর্তাদের বক্তব্য, সুরক্ষা বিধি মেনে বাসে সর্বাধিক ২০ জন যাত্রীকে উঠতে দেওয়া হচ্ছে। ভিড় অনুযায়ী বাসের সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পরিবহন কর্তারা।
শহরতলির গুরুত্বপূর্ণ এলাকা গড়িয়া থেকে কী কী বাস ছাড়ছে এবং সেগুলি কোথায় কোথায় দাঁড়াবে, দেখে নিন -
১) এস-৩৭ : গড়িয়া-বারাসত (পাটুলি, রুবি, হাডকো, এয়ারপোর্ট, মধ্যমগ্রাম)।
২) এস-৫ : গড়িয়া-হাওড়া (যাদবপুর, গোলপার্ক, দেশপ্রিয় পার্ক, হাজরা, পার্কস্ট্রিট, বিবাদী বাগ)।
৩) এস-৭ : গড়িয়া-হাওড়া (নাকতলা, টালিগঞ্জ, হাজরা, পার্কস্ট্রিট, বিবাদী বাগ)।
৪) এস-২১ : বাগবাজার-গড়িয়া (খান্না, উল্টোডাঙা, ই এম বাইপাস, রুবি)।
৫) এস- ৯এ : ডানলপ-গড়িয়া (বি টি রোড, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এসপ্ল্যানেড, পার্কস্ট্রিট, গড়িয়াহাট, যাদবপুর)।
এছাড়াও গড়িয়া-বনগাঁ রুটে দূরপাল্লার বাস চলবে। একটি বাস সকাল সাতটায় গড়িয়া থেকে ছাড়বে। বনগাঁ থেকে বাস ছাড়ার সময় সকাল ১১টা ৩০ মিনিট।