আরজি কর মেডিক্যালের নির্যাতিতার সুবিচারের দাবিতে লাগাতার আন্দোলন চালাচ্ছেন কলকাতাসহ রাজ্যের মেডিক্যাল কলেজগুলির পড়ুয়ারা। অভিযোগ, সেই অছিলায় রোগীদের একাংশকে বেসরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে স্বাস্থ্য দফতর। আন্দোলনকারীদের দাবি, হাসপাতালের পরিষেবা চালু থাকলেও অসাধু উদ্দেশে ক্যাম্প বসিয়ে রোগীদের পাঠানো হচ্ছে বেসরকারি হাসপাতালগুলিতে। অবিলম্বে সেই ক্যাম্প সরকারি মেডিক্যাল কলেজগুলি থেকে সরিয়ে নেওয়া না হলে নিজেরাই পদক্ষেপ করবেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।
আরও পড়ুন - নবান্নে পর্যালোচনা বৈঠক ডাকলেন মমতা, আরজি কর নিয়ে বিরাট চাপে তৃণমূল
পড়তে থাকুন - '…পরীক্ষা নেবেন না', বোসের বার্তা মমতাকে, নির্যাতিতার পরিবারের চিঠি শাহের টেবিলে
শুক্রবার আরজি কর মেডিক্যাল কলেজে আন্দোলনকারীদের এক নেতা বলেন, ‘আমাদের হাসপাতাল ও অন্যান্য মেডিক্যাল কলেজে রোগীরা এমারজেন্সি ও অন্যান্য বিভাগে সমস্ত পরিষেবা পাচ্ছেন। সিনিয়র চিকিৎসকরা সমস্ত পরিষেবা দিচ্ছেন। তার পরেও হাসপাতালে ‘মে আই হেল্প ইউ’ নামে কিয়স্ক বসানো হয়েছে। স্বাস্থ্য দফতর থেকে বসানো সেই কিয়স্ক থেকে স্বাস্থ্যসাথী কার্ডধারীদের বেসরকারি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন ওই কিয়স্কে তাদের অনুমোদন নেই। প্রশ্ন হল তাহলে হাসপাতালের মধ্যে কিয়স্ক খুলল কারা? আমরা স্বাস্থ্যভবনের কাছে ২৪ ঘণ্টার মধ্যে ওই কিয়স্ক সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছি। তার মধ্যে কিয়স্ক না সরলে আমরাই তা সরিয়ে দেব।’
আরও পড়ুন - বর্ধমান মেডিক্যালের গেস্ট হাউজে আইবুড়ো ভাত অভীকের, ভাইরাল সন্দীপ ঘনিষ্ঠের ছবি
তিনি জানান, ‘আমাদের আন্দোলনকে ছোট করে দেখাতে ও রোগীদের মনে আন্দোলনকারীদের নিয়ে বিদ্বেষ তৈরি করতে এটা একটা পরিকল্পিত চক্রান্ত বলে মনে হচ্ছে। সমস্ত রোগীকে জানাতে চাই, আরজিকর মেডিক্যালসহ কলকাতার সমস্ত মেডিক্যাল কলেজে সমস্ত বিভাগে পরিষেবা পাওয়া যাচ্ছে। বেসরকারি হাসপাতালে যাওয়ার কোনও প্রয়োজন নেই।’