বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > করোনায় মৃত্যুতে দেহ দেখতে পাবেন আত্মীয়রা, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ প্রশাসনের

করোনায় মৃত্যুতে দেহ দেখতে পাবেন আত্মীয়রা, সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ প্রশাসনের

নির্দিষ্ট শর্ত ও স্বাস্থ্যবিধি মেনে মৃতের পরিবারের সদস্যদের দেহ দেখার অনুমতি দেওয়া হবে।

করোনা সংক্রমণে মৃত্যু হলে দেহ দেখতে পাবেন পরিবারের সদস্যরা।

করোনা সংক্রমণে মৃত্যু হলে দেহ দেখতে পাবেন পরিবারের সদস্যরা। সম্প্রতি এই সিদ্ধান্ত ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। 

পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এখন থেকে করোনা আক্রান্তের মৃত্যু হলে নির্দিষ্ট শর্ত ও স্বাস্থ্যবিধি মেনে মৃতের পরিবারের সদস্যদের দেহ দেখার অনুমতি দেওয়া হবে। 

এত দিন পর্যন্ত Covid-19 জনিত মৃত্যুতে সংক্রমণের আশঙ্কায় মৃতদেহ দেখতে দেওয়ার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল রাজ্য প্রশাসন। পরিবারে মৃত্যু সংবাদ দেওয়ার পরে বিশেষ ভাবে দেহ মুড়ে সুরক্ষিত গাড়িতে তা ধাপায় নিয়ে গিয়ে দাহ করার রীতি চালু ছিল। 

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এবার থেকে মৃতদেহ স্বচ্ছ প্লাস্টিকে মুড়ে ফেলার পরে তা আত্মীয়-পরিজনকে দেখতে দেওয়া হবে। নির্দিষ্ট সামাজিক দূরত্ব বিধি পালন করে দূর থেকে দেহ দেখার সুযোগ করে দেওয়া হবে পরিবারের সদস্যদের। তবে তার পরে আগের পদ্ধতিতেই দেহ সৎকার করা হবে। 

রাজ্যে করোনা সংক্রমণের প্রভাব বিস্তার করার পরে নবান্নে এক বৈঠকে নির্দিষ্ট বিধি মেনে করোনায় মৃতদের দেহ সৎকারের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদেহ থেকে জীবাণু যাতে ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে তিনি বলেন।  

বন্ধ করুন