রামপুরহাটের বগটুইকাণ্ডে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশেই। এনিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড় মুখ খুলেছিলেন আগেই। এনিয়ে রাজ্য- রাজ্যপাল সংঘাত তুঙ্গে ওঠে। আর সেই পরিস্থিতির মধ্যেই এবার মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এনিয়ি চিঠি দিয়েছেন তিনি। মূলত রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান রাজ্যপাল। এজন্য ১ সপ্তাহের মধ্যে মুখ্যমন্ত্রীকে তিনি রাজভবনে ডেকেছেন।
ফের একেবারে কড়া চিঠি। সেখানে তিনি লিখেছেন, সিবিআইয়ের বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ করা নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য তিনি উদ্বিগ্ন। কোর্টের নির্দেশে বগটুইকাণ্ড নিয়ে তদন্তে নেমেছে সিবিআই। এব্যাপারে যাবতীয় পদক্ষেপ আইনি হওয়া উচিত। পথে নেমে নয়। চিঠিতে উল্লেখ করেছেন রাজ্যপাল।
এদিকে সম্প্রতি বগটুইকাণ্ড নিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ অন্য়ান্য বিজেপি বিধায়করা। এরপর শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন রাজ্যপাল তাঁদের বলেছেন, কয়েকদিন মধ্যেই যা করার করছি। আর এনিয়ে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতৃত্ব। এবার একেবারে খোদ মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠিয়ে আলোচনার ডাক দিলেন রাজ্যপাল। আর আলোচনার বিষয়বস্তু রাজ্য়ের আইন শৃঙ্খলার অবনতি। আর এই ডাকে মুখ্যমন্ত্রী কতটা সা়ড়া দেন সেদিকেই তাকিয়ে বঙ্গবাসী।