বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > CV Anand Bose: সোমে শুরু বাংলা শেখার ক্লাস, প্রতিদিন কতক্ষণ পড়বেন রাজ্যপাল?

CV Anand Bose: সোমে শুরু বাংলা শেখার ক্লাস, প্রতিদিন কতক্ষণ পড়বেন রাজ্যপাল?

হাতেখড়ি দিচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। 

বাংলায় রাজ্যপাল হয়ে আসার পর থেকে বাংলা শেখা নিয়ে আগ্রহ প্রকাশ করেন রাজ্যপাল বোস। কেরিয়ারের শুরুতে কলকাতায় কর্মরত থাকার সময়ে তিনি বাংলা শেখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু সেই সময় পেশার চাপে আর শেখা হয়ে ওঠেনি।

সরস্বতী পুজোর দিন হাতেখড়ি হয়েছিল রাজ্যপালের। সেই অনুষ্ঠানে হাজির মুখ্যমন্ত্রী-সহ হেভিওয়েট অতিথিরা। রাজ্যপাল সিভি আনন্দ বোস জানিয়েছিলেন, খুব শীঘ্রই তিনি বাংলা শেখা শুরু করবেন। সোমবার থেকে বাংলা শেখা শুরু করলেন রাজ্যপাল। রাজভবন সূত্রে খবর, সপ্তাহে প্রতিদিন এক ঘণ্টা ধরে বাংলার পাঠ নেবেন তিনি।

বাংলায় রাজ্যপাল হয়ে আসার পর থেকে বাংলা শেখা নিয়ে আগ্রহ প্রকাশ করেন রাজ্যপাল বোস। কেরিয়ারের শুরুতে কলকাতায় কর্মরত থাকার সময়ে তিনি বাংলা শেখার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু সেই সময় পেশার চাপে আর শেখা হয়ে ওঠেনি। তবে রাজ্যে রাজ্যপাল হিসাবে আসার পর তিনি জানিয়ে দেন বাংলা শিখবেন। তাঁর ইচ্ছা বাংলা ভাষায় তিনি কথা বলবেন, এমনকি বইও লিখবেন।

সেই ইচ্ছাকে কার্যকরী রূপ দেন সরস্বতীর পুজোর দিন হাতেখড়ির আয়োজন করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য অতিথিদের উপস্থিতিতে তিনি হাতে খড়ি দেন রাজ্যপাল। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিতর্কও কম হয়নি। আমন্ত্রণ থাকা সত্ত্বেও সেদিন অনুষ্ঠানে হাজির হননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওই হাতেখড়ি অনুষ্ঠানে বাংলায় ভাষণও দেন রাজ্যপাল। তার পর থেকে অপেক্ষা ছিল কবে বাংলাভাষা শেখা শুরু করেন। সোমবার থেকে বাংলা শেখা শুরু করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

বন্ধ করুন