বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > 'আমি বাংলার দত্তকপুত্র,' সংঘাত আজ অতীত, বাংলায় মুগ্ধ রাজ্যপাল এবার বই লিখবেন

'আমি বাংলার দত্তকপুত্র,' সংঘাত আজ অতীত, বাংলায় মুগ্ধ রাজ্যপাল এবার বই লিখবেন

বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস(ANI Photo) (Sobha Surendran)

জগদীপ ধনখড়ের পরে স্থায়ী রাজ্যপাল হিসাবে এসেছেন সি ভি আনন্দ বোস। অনেকেরেই আগ্রহ ছিল তিনিও কি সুর চড়াবেন রাজ্যের বিরুদ্ধে? ইতিমধ্যেই রাজ্য়ের বিরোধী দলের জনপ্রতিনিধিরা রাজ্যপালের সঙ্গে দেখা করে হিংসা সংক্রান্ত ব্যাপারে নানা নালিশ করে এসেছেন। 

"আমি বাংলার দত্তকপুত্র।' রবিবার নিখিলভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের এক অনুষ্ঠানে একথা জানিয়ে দিলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর সঙ্গেই বাংলার প্রশংসায় পঞ্চমুখ রাজ্যপাল। তিনি জানিয়ে দিয়েছেন, বাংলার রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়ে খুব গর্বিত। বাংলার সাহিত্য সংস্কৃতি এত সমৃদ্ধ। আর বাংলা ভাষা তো প্রশান্ত মহাসাগরের মতো গভীর। এভাবেই বাংলার প্রতি নিজের শ্রদ্ধাশীল মনোভাবের কথা জানিয়ে দিলেন রাজ্যপাল।

এখানেই থেমে থাকেননি তিনি। তাঁর মতে, বাংলা আগামী দিনে ভারতকে পথ দেখাবে। তার সঙ্গেই তিনি জানিয়ে দেন এই রাজ্যে কাজের অভিজ্ঞতা নিয়ে তিনি বই লিখতে চান।

এদিকে সম্প্রতি রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে রাজ্যপালের কাছ থেকে সহযোগিতা চেয়েছিলেন তিনি। পাশাপাশি রাজ্যপালের প্রশংসাও করেন তিনি। তখনই ইঙ্গিত মিলেছিল রাজ্য-রাজ্য়পাল সংঘাতের দিনে আপাতত যবনিকা পড়েছে। রাজ্য ও রাজ্যপালের মধ্যে সুসম্পর্কের নয়া অধ্য়ায় শুরু হতে চলেছে। এদিন যেন সুসম্পর্কের সেই অধ্য়ায়ের মুখবন্ধটা লিখে দিলেন খোদ রাজ্যপাল। ওয়াকিবহাল মহলের মতে, বাংলার ভূমিপুত্র তিনি নন। তবে তিনি এদিন নিজেই জানিয়ে দিলেন, তিনি বাংলার দত্তকপুত্র। আর সেই বাংলার প্রতি নিজের ভালোবাসা, শ্রদ্ধা প্রকাশ করতে এতটুকু দ্বিধা করেননি তিনি। কার্যত বাংলায় মুগ্ধ রাজ্য়পাল।

এদিকে এর আগে জগদীপ ধনখড়কে রাজ্যপাল হিসাবে দেখেছে বাংলা। বর্তমানে তিনি উপরাষ্ট্রপতি। তবে ওয়াকিবহাল মহলের মতে, তাঁর সঙ্গে রাজ্যের সংঘাত একেবারে সর্বজন বিদিত। তিনি রাজ্যপালের চেয়ারে থাকাকালীন বার বারই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সুর চড়াতেন। তৃণমূল নেতৃত্ব তাঁকে অতীতে পদ্মপাল বলেও কটাক্ষ করতেন। রাজ্যপাল সম্পর্কে কার্যত নজিরবিহীনভাবে সুর চড়াতেন তৃণমূল নেতৃত্ব। কিন্তু তারপরেও সুর নরম করেননি তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়। এমনকী রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে, ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে তিনি দিল্লিতেও দরবার করেছিলেন খবর।

এদিকে সেই জগদীপ ধনখড়ের পরে স্থায়ী রাজ্যপাল হিসাবে এসেছেন সি ভি আনন্দ বোস। অনেকেরেই আগ্রহ ছিল তিনিও কি সুর চড়াবেন রাজ্যের বিরুদ্ধে? ইতিমধ্যেই রাজ্য়ের বিরোধী দলের জনপ্রতিনিধিরা রাজ্যপালের সঙ্গে দেখা করে হিংসা সংক্রান্ত ব্যাপারে নানা নালিশ করে এসেছেন। এরপরে রাজ্যপালের মনোভাবে কী ধরনের পরিবর্তন হয় সেদিকেও তাকিয়ে ছিলেন বঙ্গবাসী।

তবে এদিনই রাজ্যপাল জানিয়ে দিলেন, বাংলার রাজ্যপাল হিসাবে দায়িত্ব নিয়ে আমরা গর্বিত।

 

বন্ধ করুন