বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Governor: পুলিশ কমিশনার–স্বরাষ্ট্রসচিবকে তলব করলেন রাজ্যপাল, কী কড়া নির্দেশ দিলেন?

Governor: পুলিশ কমিশনার–স্বরাষ্ট্রসচিবকে তলব করলেন রাজ্যপাল, কী কড়া নির্দেশ দিলেন?

রাজ্যপাল সিভি আনন্দ বোস। (PTI Photo/Swapan Mahapatra) (PTI)

এখন বিচারপতির বিরুদ্ধে কারা পোস্টার দিয়েছিল তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ। আর আদালতের অনুমতি নিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামেই দায়ের হয়েছে মামলা। পাশাপাশি কলকাতা হাইকোর্টে বিক্ষোভের ঘটনায় ব্যাঙ্কশাল কোর্টে এফআইআর করতে চেয়ে আবেদন করেছে পুলিশ।

কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজাশেখর মান্থার বিরুদ্ধে আইনজীবীদের বিক্ষোভ এবং বয়কটের ঘটনায় ক্ষুব্ধ রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাই তিনি জরুরি তলব করেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকা –কে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে তাঁদের ডেকে পাঠানো হয় এবং বিচারপতিকে উপযুক্ত সুরক্ষা দেওয়ার নির্দেশ দেন। এমনকী বিচারপতির বিরুদ্ধে তাঁর এলাকায় কারা পোস্টার ফেলল তা তদন্ত করে দেখার নির্দেশ দিলেন। সিভি আনন্দ বোস বাংলার রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম কলকাতার নগরপালকে রাজভবনে ডেকে পাঠালেন।

ঠিক কী নির্দেশ দিয়েছেন রাজ্যপাল?‌ রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল এই ঘটনায় ক্ষুব্ধ বলে জানিয়েছেন। আর পুলিশ কমিশনার ও স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেন, বিচারপতিদের প্রতিটি রায় পছন্দ হবে তা নয়। তার জন্য এজলাস বয়কটের ঘটনা অনুচিত। রায় পছন্দ না হলে উচ্চ আদালতে আপিল করার ব্যবস্থা রয়েছে। এখন বিচারপতি রাজাশেখর মান্থাকে উপযুক্ত সুরক্ষা দিতে হবে। এমনকী এমন সুরক্ষা দিতে হবে যাতে বিচারপতির আস্থা অর্জন করা যায়। এই গোটা ঘটনা নয়াদিল্লিতে জানানোর কথাও বলেছেন রাজ্যপাল।

ঠিক কী ঘটেছিল কলকাতা হাইকোর্টে?‌ সোমবার এবং মঙ্গলবার কলকাতা হাইকোর্টে ১৩ নম্বর এজলাসের বাইরে বেনজির পরিস্থিতি তৈরি হয়। সোমবার চলে বিক্ষোভ এবং অবস্থান। তৃণমূল কংগ্রেসের সমর্থক বলে পরিচিত আইনজীবীদের একাংশ বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে তীব্র হট্টগোল করেছিলেন। আর মঙ্গলবার সেটা চরমে পৌঁছয়। বার অ্যাসোসিয়েশন সাধারণ সভা ডেকে বয়কটের সিদ্ধান্ত নেয়। এই অবস্থায় আদালত অবমাননার রুল জারি করে সেই মামলা প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের এজলাসে পাঠান বিচারপতি মান্থা।

আর কী জানা যাচ্ছে?‌ এখন বিচারপতির বিরুদ্ধে কারা পোস্টার দিয়েছিল তা খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে লেক থানার পুলিশ। আর আদালতের অনুমতি নিয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের নামেই দায়ের হয়েছে মামলা। পাশাপাশি কলকাতা হাইকোর্টে বিক্ষোভের ঘটনায় ব্যাঙ্কশাল কোর্টে এফআইআর করতে চেয়ে আবেদন করেছে পুলিশ। আবেদন মঞ্জুর হলে এফআইআর করবে হেয়ার স্ট্রিট থানা। তার মধ্যেই রাজ্যপাল ডেকে কড়া নির্দেশ দিয়েছেন বলে সূত্রের খবর।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বাংলার মুখ খবর

Latest News

সুপ্রিম কোর্টের আইনজীবীকে সপাটে চড় বান্ধবীর, ‘আমি নির্যাতিত’ দাবি যুবকের আরজি কর, জয়নগর কাণ্ডের মধ্যেই কলকাতায় জোড়া ধর্ষণের অভিযোগ, ধৃত ২ স্ত্রীকেই ডেলিভারি এজেন্ট বানিয়ে দিলেন Zomato CEO, নিজেও হাঁটলেন একই পথে! রেললাইনের উপর মাটির স্তুপ! দেখেই ব্রেক কষলেন চালক, উদ্বেগ চরমে পুজোর ৪দিন শাড়িই পছন্দের? কোনদিন কোন লুক বেছে নেবেন? দেখে নিন রোদ-বৃষ্টিতে ঠাকুর দেখতে গিয়ে হতে পারে সর্দিগর্মি, সুস্থ থাকতে যা করবেন নেই নন্দকুমার-সাহাল, দলে একমাত্র বাঙালি শুভাশিস! ভারতীয় দল নিয়ে কী বললেন কোচ বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পাক ক্রিকেটার, পাত্রী ভারতীয় হিন্দু তরুণী যুদ্ধের আবহে ইরানে খেলতে না যাওয়ার শাস্তি! ACL-2 থেকে ছেঁটে ফেলা হল মোহনবাগানকে ক্যাচ মিস থেকে ফিল্ডার অফ দ্য ডে, রিচার জন্য গর্বিত কোচও, জিতে খুশি দল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.