বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > CV Ananda Bose: হাতেখড়ির পরই নয়াদিল্লি সফরে রাজ্যপাল, কেন আনন্দকে তলব করলেন শাহ?

CV Ananda Bose: হাতেখড়ির পরই নয়াদিল্লি সফরে রাজ্যপাল, কেন আনন্দকে তলব করলেন শাহ?

রাজ্যপাল সিভি আনন্দ বোস।

সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকে তাঁর এই নয়াদিল্লি সফর। ইতিমধ্যেই বোসের বিরুদ্ধে ফোঁস করে উঠেছেন বিজেপি নেতারা। নালিশ ঠুকেছেন নয়াদিল্লিতে। সেখানে এই ঝটিকা সফর বেশ তাৎপর্যপূর্ণ। যদিও আনন্দের এই নয়াদিল্লি সফর পূর্ব নির্ধারিত বলে অনেকে মনে করছেন।

বড়লাটের ‘হাতেখড়ি’ পর্ব নিয়ে চাঁদের হাট বসেছিল রাজভবনে। এই অনুষ্ঠানে বিজেপি নেতারা কেউ উপস্থিত হননি। অ–আ–ক–খ লেখা সবে শুরু করলেন বাংলায়। কিন্তু তার মধ্যেই আজ রাতেই তাঁকে নয়াদিল্লি যেতে হচ্ছে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকে তাঁর এই নয়াদিল্লি সফর। ইতিমধ্যেই বোসের বিরুদ্ধে ফোঁস করে উঠেছেন বিজেপি নেতারা। নালিশ ঠুকেছেন নয়াদিল্লিতে। সেখানে এই ঝটিকা সফর বেশ তাৎপর্যপূর্ণ। যদিও আনন্দের এই নয়াদিল্লি সফর পূর্ব নির্ধারিত বলে অনেকে মনে করছেন।

এই নয়াদিল্লিতে ডেকে পাঠানো নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে তড়িঘড়ি নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। এমনকী নয়াদিল্লিতে বাংলার প্রাক্তন রাজ্যপাল তথা এখনের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে বৈঠক করতে চলেছেন রাজ্যপাল আনন্দ বোস। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে সূত্রের খবর।

আজ, বড়লাটের হাতেখড়ি অনুষ্ঠানে যাননি সুকান্ত মজুমদার–শুভেন্দু অধিকারীরা। বরং টুইট করে রাজ্য সরকার এবং রাজ্যপালের প্রধান সচিবকে নিশানা করেছেন বিরোধী দলনেতা। তিনি টুইটে লেখেন, নবান্নের ‘দূত’ হিসাবে কাজ করছেন রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী। আর অনুষ্ঠান শেষ হতেই সিভি আনন্দ বোসকে নয়াদিল্লি যেতে হচ্ছে। যা কাকতালীয় বলে মনে করছেন না রাজনৈতিক বিশেষজ্ঞরা।

তবে সূত্রের খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার বিমানেই নয়াদিল্লি যাচ্ছেন রাজ্যপাল। আজ সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজভবনে এদিনের অনুষ্ঠানের সমালোচনা করেন তিনি। আর রাজ্যপালের নয়াদিল্লি সফর নিয়ে তিনি বলেন, ‘‌এই নিয়ে আমি কিছু বলতে পারব না। আগামীকাল উনি নয়াদিল্লিতে অনেক বিশিষ্ট ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে আমি জানি। তাই রাতের বিমানে যাচ্ছেন জানি।’‌

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন