বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > 'ছবিতেই স্পষ্ট মুখ্যমন্ত্রীর সৌজন্যতা কেমন ছিল', টুইটারে ফের খোঁচা ধনখড়ের

'ছবিতেই স্পষ্ট মুখ্যমন্ত্রীর সৌজন্যতা কেমন ছিল', টুইটারে ফের খোঁচা ধনখড়ের

এই ছবি পোস্ট করেই মুখ্যমন্ত্রীর আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন ধনখড় (সৌজন্য টুইটার @jdhankhar1)

এতদিন চলছিল বাগযুদ্ধ। এবার একধাপ এগিয়ে সংবিধান দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর 'অসৌজ্যনতা'-র ছবি পোস্ট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বললেন, "সংবিধান দিবসের অনুষ্ঠানে দু’পক্ষের প্রতিক্রিয়া কেমন ছিল, তা ছবিতে একেবারেই স্পষ্ট।"

গত ২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষ্যে বিধানসভায় বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছিল। সেখানে আমন্ত্রিত ছিলেন রাজ্যপাল।ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কিন্তু, বিধানসভায় তাঁদের মধ্যে সৌজন্য বিনিময় তো দূর অস্ত, চোখাচোখিও হয়নি। পরে বক্তৃতার সমযকার্যত সম্মুখসমরে অবতীর্ণ হন তাঁরা। দু’জনেই দু’জনকে খোঁচা দেন।

সেখানেই অবশ্য তরজায় ইতি পড়েনি। তাঁর প্রতি মুখ্যমন্ত্রীর আচরণ নিয়ে প্রশ্ন তুলে পরদিন সকালে টুইট করেন রাজ্যের সাংবিধানিক প্রধান। দাবি করেন, মুখ্যমন্ত্রীর সৌজন্যতার অভাবে হতভম্ব হয়ে গিয়েছেন। তা নিয়ে মুখ্যমন্ত্রী মুখ না খুললেও মমতা সরকারের মন্ত্রীরা সরব হন। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘুরিয়ে বলেন, রাজ্যপাল পদের কোনও প্রয়োজনীয়তা নেই। চন্দ্রিমা ভট্টাচার্য অবশ্য কোনও রাখঢাক না করেই সরাসরি বলেন, "আজকের দিনে দাঁড়িয়ে তাঁর পদের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠতে তো পারেই।" ফিরহাদ হাকিমও রাজ্যপালের ভূমিকায় ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, "রাজ্যপাল তো কোনও রাজনৈতিক দলের প্রতিনিধির ভূমিকায় অবতীর্ণ হতে পারেন না।"

তারপরও রাজ্যপাল বনাম রাজ্য সরকার তরজা চলতে থাকে। প্রায় প্রতিদিন নিয়ম করে টুইটারে নবান্নের সমালোচনা করেন রাজ্যপাল। যে কোনও অনুষ্ঠানে গিয়ে রাজ্য সরকারের প্রতি বিষোদগার করেন। গতকাল শিবপুরের বোটানিক্যাল গার্ডেনেও গিয়ে রাজ্যের সমালোচনা করেন রাজ্যপাল।পালটা মুখ খোলেন তৃণমূল নেতানেত্রীরাও।

এরইমধ্যে আজ সকালে টুইটারে একটি ছবি পোস্ট করেন রাজ্যপাল। ছবিতে দেখা যাচ্ছে, রাজ্যপাল হাতজোড় করে এগিয়ে আসছেন। তাঁর পাশে রয়েছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। কিছুটা সামনে রয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, কিছুটা অন্যদিকে তাকিয়ে রয়েছেন তিনি। এনিয়েই রাজ্যপাল লেখেন, "২৬ নভেম্বর সংবিধান দিবসে পশ্চিমবঙ্গ বিধানসভায় আমি যাওয়ার পর দু'পক্ষের কেমন সৌজন্যতা ছিল, সেটা ছবিতেই স্পষ্ট।"

টুইট বাণের রাজনৈতিক মহলের একাংশের মত, রাজভবনে বসার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের যে দ্বন্দ্ব শুরু হয়েছিল, তা কালীপুজোর সময় কিছুটা কমেছিল। কিন্তু এখন যে খাতে দুজনের সম্পর্ক বইছে তাতে কোনও সম্ভাবনাই নেই। উলটে ক্রমশ রাজভবন-কালীঘাটের দূরত্ব বাড়বে।

বাংলার মুখ খবর

Latest News

এপ্রিলে বেরোচ্ছে না উচ্চমাধ্যমিকের রেজাল্ট, তাহলে কবে? দেখতে পাবেন HT বাংলায় মে'র শুরুতেই মাধ্যমিকের রেজাল্ট, কবে ফলপ্রকাশ? এসে গেল দিনক্ষণ, কীভাবে দেখবেন? ‘ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিয়ে আম্বেদকরের পিঠে ছুরি মেরেছে’ কংগ্রেসকে তোপ মোদীর 'নম্বরটাই গুরুত্বপূর্ণ, দাড়ি-গোঁফ নয়' - ট্রোলের জবাবে বিস্ফোরক টপার প্রাচী ইউপিএসসি ২০২৫-এর পরীক্ষার তারিখ প্রকাশ্যে, CSE, CDS কবে? রইল ক্যালেন্ডার TRP: ভোট নিয়ে ব্যস্ত রচনা, IPL-এ সৌরভ! হুড়হুমুড়িয়ে কমলো দাদা-দিদির নম্বর ইথিলিন অক্সাইড মিলল এভারেস্ট, MDH মসলায়! জানুন ক্যানসার সহ কী হতে পারে এটি থেকে ‘বুড়ি-মোটা’ বলে কটাক্ষ, ‘এমন মানুষদের জীবনে..’,ট্রোলারদের সপাটে জবাব দিলেন লারা ‘‌আদালতের যুক্তি ধরে নিলে কলকাতা হাইকোর্টও তুলে দিতে হবে’‌, দাবি অভিষেকের 'একজনের ক্রেডিট কার্ডের তথ্য দেখতে পাচ্ছেন অপরজন', ক্ষতিপূরণ দেবে ICICI ব্যাঙ্ক

Latest IPL News

IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.