বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > অন্য কেউ নন, বিধানসভায় এসে ‘ছোটো বোন’ মমতাকে শপথবাক্য পাঠ করাবেন, জানালেন ধনখড়

অন্য কেউ নন, বিধানসভায় এসে ‘ছোটো বোন’ মমতাকে শপথবাক্য পাঠ করাবেন, জানালেন ধনখড়

গত ৫ মে রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং জগদীপ ধনখড়। (ফাইল ছবি, সৌজন্য সমীর জানা)

বিধানসভার স্পিকার মমতাকে শপথবাক্য পাঠ করাবেন না।

অন্য কেউ নন, মমতা বন্দ্যোপাধ্যায়কে শপথবাক্য পাঠ করাবেন। মঙ্গলবার টুইটারে নিজেই সেকথা জানিয়ে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। আগামী বৃহস্পতিবার বিধানসভায় এসে ‘ছোটো বোন’-এর পাশাপাশি জাকির হোসেন ও আমিরুল ইসলামকেও শপথবাক্য পাঠ করাবেন তিনি।

মঙ্গলবার একটি বিবৃতি জারি করে ধনখড় জানান, সংবিধানের ১৮৮ নম্বর ধারা অনুযায়ী, রাজ্যপাল বা রাজ্যপালের নিয়োগ করা কোনও ব্যক্তি শপথবাক্য পাঠ করিয়ে থাকেন। 'সংবিধানের ১৮৮ নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে' ঘোষণা করেন যে বৃহস্পতিবার সকাল ১১ টা ৪৫ মিনিটে বিধানসভায় বিধায়ক হিসেবে মমতা (ভবানীপুর), জাকির (জঙ্গিপুর) এবং আমিরুলকে (সামশেরগঞ্জ) শপথবাক্য পাঠ করাবেন তিনিই। অর্থাৎ পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় নব-নির্বাচিত তিন বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন না।

এমনিতে ভবানীপুরে জয়ের পর মমতার শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে বিধানসভার সঙ্গে রাজভবনের টানপোড়েন শুরু হয়। সূত্রের খবর, দিনকয়েক আগে রাজভবন থেকে বিধানসভায় একটি চিঠি আসে। তাতে জানানো হয়, নবনির্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল। সংবিধানের ১৮৮ ধারা অনুযায়ী নিজের মনোনীত ব্যক্তি তথা বিধানসভার স্পিকার শপথবাক্য পাঠ করানোর যে অধিকার রাজ্যপাল দিয়েছিলেন, তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। অর্থাৎ এবার থেকে মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য এবং বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল। যে ক্ষমতা সংবিধান মোতাবেক তাঁর হাতে আছে।

যদিও সূত্রের খবর, রাজ্যপালের সেই ক্ষমতা প্রত্যাহারের সিদ্ধান্তে একেবারে অসন্তুষ্ট ছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় মন্ত্রী পার্থ। ঘনিষ্ঠ মহলে তাঁরা জানিয়ে দেন, রাজভবনে মমতাদের শপথগ্রহণ হলে তাঁরা যাবেন না। তারইমধ্যে বিধানসভার তরফে রাজভবনের কাছে পালটা চিঠি পাঠানো হয়। তাতে জানানো হয়, যে কোনও রাজনৈতিক দলের যে কোনও প্রতিনিধি বিধায়ক পদে জিতে শপথ নিতে আসতে পারেন। তাই এই প্রত্যাহার করা ক্ষমতা যেন স্পিকারকে ফিরিয়ে দেওয়া হয়। যদিও রাজ্যপাল সাফ জানিয়ে দেন, তিনিই শপথবাক্য পাঠ করাবেন।

বাংলার মুখ খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.