গড় ভেঙেছেন বিরোধী দলনেতার। শুভেন্দু অধিকারীর খাসতালুকের বিধায়ক এখন তৃণমূল কংগ্রেসে। যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক করে তৃণমূল কংগ্রেস ঘুম ছুটিয়ে দিয়েছে বিজেপির তাতে যোগ্য সঙ্গ দেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। যেদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেন তাপসী মণ্ডল সেদিনও বিধানসভায় বসে বিজেপির বিধায়কদের সঙ্গে মধ্যাহ্নভোজ করেছিলেন। তার মধ্যেই ঘটে সার্জিক্যাল স্ট্রাইক। এবার এই ধাক্কা সামলাতে আজ, বৃহস্পতিবার হলদিয়ায় বিজেপি নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর তখন রাজ্য বিধানসভায় ঘুরে গেলেন সদ্য ফুল বদল করা বিধায়ক তাপসী মণ্ডল।
২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে। ওই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন বন্দর শহরের সাধারণ গৃহবধূ তথা জনপ্রিয় নেত্রী তাপসী মণ্ডল বলে সূত্রের খবর। আর তাই তাপসী মণ্ডল যেদিন তৃণমূল কংগ্রেসে যোগ দেন সেদিন শুভেন্দু অধিকারী সুর চড়িয়ে বলেছিলেন, তাপসীকে হারাবো। সুতরাং তাপসী মণ্ডলকে হারাতে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। আর আজ যেন সেসবেরই জবাব দিলেন তাপসী মণ্ডল। বিধানসভা কক্ষের বাইরে দাঁড়িয়ে নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন হলদিয়ার বিধায়ক। আর শুভেন্দু অধিকারী তাঁকে হারাবেন বলেছেন শুনে তাপসী মণ্ডলের মন্তব্য, ‘চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড’।
আরও পড়ুন: দোলের দিন হাফ ড্রাই ডে, কতক্ষণ মদের দোকান খোলা থাকবে? জেনে নিন সুরাপ্রেমীরা
একদা সিপিএম ঘরানা থেকে উঠে আসা নেত্রী নিজের রাজনৈতিক গুরুর সঙ্গে যান বিজেপিতে। কিন্তু এখানে তাঁর আগে যে শত্রু ছিল সেই রয়েছে মাথায়। তাই অনেক চেষ্টা করার পরও টিকতে পারলেন না তাপসী মণ্ডল। তাই গেরুয়া সংস্রব ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে চলে এলেন। চারবার সিপিএমের কাউন্সিলর ছিলেন। সিপিএম এবং বিজেপির দুই দলেরই বিধায়ক হন তিনি। এখন তৃণমূল কংগ্রেসে। এই যুদ্ধে কেমন করে জিতবেন? বিধানসভা প্রাঙ্গণে দাঁড়িয়ে আজ, বৃহস্পতিবার তাপসী মণ্ডল বলেন, ‘যুদ্ধের রণকৌশল প্রকাশ্যে বলতে নেই। আমি নিশ্চিত করে যখন যুদ্ধে নেমেছি তখন রণকৌশল তৈরি করেই নেমেছি।’
এছাড়া তাপসী মণ্ডলকে তৃণমূল কংগ্রেসে নিয়ে আসার পিছনে কারিগর তিনজন। এক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দুই, কুণাল ঘোষ এবং তিন, রাজীব বন্দ্যোপাধ্যায় বলে সূত্রের খবর। সুতরাং হলদিয়া বিধানসভা কেন্দ্রটি এখন থেকেই হটস্পট হয়ে রইল। এখন শুভেন্দু অধিকারী হলদিয়া আসন নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। আপনি কী বলবেন? তাপসী মণ্ডলের জবাব, ‘মাঠ কেমন করে তৈরি করতে হয়, যুদ্ধে কেমন করে জিততে হয় সেই প্রক্রিয়াকরণ আমার জানা আছে। আর সেভাবেই আমি সামনের দিনে মোকাবিলা করব। আমি ওনার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম।’