কলকাতা লাগোয়া নিউ টাউনের লোহার পুলের কাছে উদ্ধার হল তরুণীর অর্ধনগ্ন দেহ। শুক্রবার সকালে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বিধাননগর কমিশনারেটের আধিকারিকরা গিয়ে আরজি কর মেডিক্যালে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন। দুপুর পর্যন্ত তরুণীর নাম পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ধর্ষণ করার পর তরুণীকে শ্বাসরোধ করে খুন করেছে কেউ বা কারা।
জানা গিয়েছে লোহার পুল এলাকায় একটি গাড়ি পার্কিংয়ের পিছনে জঙ্গলে পাওয়া গিয়েছে দেহটি। শুক্রবার সকালে স্থানীয়রা সেখানে প্রস্রাব করতে গিয়ে প্রথম দেহটি দেখতে পান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দেহের নিম্নাংশে কোনও পোশাক ছিল না। মুখে ছিল গ্যাঁজলা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। পুলিশকর্মীরা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান।
স্থানীয়রা জানাচ্ছেন, এই এলাকায় ঘন ঘন পুলিশ টহল দেয়। তার পরেও কী করে তরুণীকে খুনের ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে। প্রাথমিক অনুমান, গভীর রাতে কেউ তরুণীকে খুন করে ফেলে রেখে গিয়েছে। তরুণী স্থানীয় কেউ নন বলে জানিয়েছেন তাঁরা।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে গেলে বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।
এই ঘটনার তদন্তে নেমে আসেপাশের সিসিটিভি ক্যামেরার ছবি সংগ্রহ করছে পুলিশ। সঙ্গে তরুণীর পরিচয় জানার চেষ্টা চলছে। কী ভাবে তরুণী ওই জঙ্গলে পৌঁছলেও তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।