বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > ভোগান্তি এসএসকেএমে, টিকার জন্য রাতভর হাপিত্যেশ, সকালে শুনতে হল 'বেরিয়ে যান' !

ভোগান্তি এসএসকেএমে, টিকার জন্য রাতভর হাপিত্যেশ, সকালে শুনতে হল 'বেরিয়ে যান' !

দেশের বিভিন্ন প্রান্তেই টিকার জন্য দীর্ঘ লাইন পড়ছে (প্রতীকী ছবি)

পুলিশের সঙ্গেও বচসা বেধে যাচ্ছে। কবে এই সমস্যা মিটবে কিছুতেই বুঝতে পারছেন না বাসিন্দারা।

একটি টিকার জন্য সরকারি নামকরা হাসপাতাল এসএসকেএমে রাতভর হাপিত্যেশ। দুই ২৪ পরগনা, হাওড়া থেকেও অনেকে টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। রাত থেকেই টিকার লাইনে দাঁড়িয়েছিলেন তাঁরা। এদিকে সেই অনুসারে একটি তালিকাতে সিরিয়াল অনুসারে নামও লেখা হয়েছিল। কিন্তু টিকার লাইনে অপেক্ষারতদের অভিযোগ সকালে আচমকাই নতুন লাইন তৈরি হয়ে গেল। রাতের লাইনে যারা এতক্ষণ ধরে ঠায় দাঁড়িয়ে থাকলেন তাঁদের অনেককেই পুলিশ বের করে দিয়েছে বলে অভিযোগ। এদিকে তাদের যদি ফের পেছন থেকে লাইন দিতে হয় তবে তাঁদের অনেকের কপালেই টিকা জুটবে না। অভিযোগ এমনটাই। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। 

বাসিন্দাদের একাংশের অভিযোগ টিকার জন্য একেবারে হাহাকার পড়ে গিয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ টিকার জন্য এসএসকেএমে ভিড় জমাচ্ছেন। রাতভর অপেক্ষাও করছেন। কিন্তু সেখানেও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। পুলিশের সঙ্গেও বচসা বেধে যাচ্ছে। কবে এই সমস্যা মিটবে কিছুতেই বুঝতে পারছেন না বাসিন্দারা। রবিবার রাত থেকে লাইনে দাঁড়িয়েও হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এমনকী সোমবার সকালে এই লাইনকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝিও তৈরি হয়। যার জেরে কয়েকজনকে লাইন থেকে বের করে দেওয়ারও চেষ্টা হয়েছে বলে অভিযোগ। তবে বাসিন্দাদের একটাই দাবি সঠিক ব্যবস্থার মাধ্যমে গোটা ব্যবস্থাটি পরিচালিত হোক।

 

একটি টিকার জন্য সরকারি নামকরা হাসপাতাল এসএসকেএমে রাতভর হাপিত্যেশ। দুই ২৪ পরগনা, হাওড়া থেকেও অনেকে টিকা নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। রাত থেকেই টিকার লাইনে দাঁড়িয়েছিলেন তাঁরা। এদিকে সেই অনুসারে একটি তালিকাতে সিরিয়াল অনুসারে নামও লেখা হয়েছিল। কিন্তু টিকার লাইনে অপেক্ষারতদের অভিযোগ সকালে আচমকাই নতুন লাইন তৈরি হয়ে গেল। রাতের লাইনে যারা এতক্ষণ ধরে ঠায় দাঁড়িয়ে থাকলেন তাঁদের অনেককেই পুলিশ বের করে দিয়েছে বলে অভিযোগ। এদিকে তাদের যদি ফের পেছন থেকে লাইন দিতে হয় তবে তাঁদের অনেকের কপালেই টিকা জুটবে না। অভিযোগ এমনটাই। পরে অবশ্য পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। 

বাসিন্দাদের একাংশের অভিযোগ টিকার জন্য একেবারে হাহাকার পড়ে গিয়েছে। দূর দূরান্ত থেকে মানুষ টিকার জন্য এসএসকেএমে ভিড় জমাচ্ছেন। রাতভর অপেক্ষাও করছেন। কিন্তু সেখানেও বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। পুলিশের সঙ্গেও বচসা বেধে যাচ্ছে। কবে এই সমস্যা মিটবে কিছুতেই বুঝতে পারছেন না বাসিন্দারা। রবিবার রাত থেকে লাইনে দাঁড়িয়েও হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। এমনকী সোমবার সকালে এই লাইনকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝিও তৈরি হয়। যার জেরে কয়েকজনকে লাইন থেকে বের করে দেওয়ারও চেষ্টা হয়েছে বলে অভিযোগ। তবে বাসিন্দাদের একটাই দাবি সঠিক ব্যবস্থার মাধ্যমে গোটা ব্যবস্থাটি পরিচালিত হোক।

|#+|

 

 

 

 

 

 

বাংলার মুখ খবর

Latest News

সামনে গম্ভীর, পিছনে বিরাট- ‘আগুনে পেট্রোল’ ঢালল KKR! কী হবে ভেবে কাঁপছে নেটপাড়া ৬ বছরের ছোট শোভনের সঙ্গে প্রেম নিয়ে অকপট, বিয়ের কথা উঠতেই সোহিনী বললেন… কোরি অ্যান্ডারসনের সঙ্গে আমেরিকার জাতীয় দলে দুই 'ভারতীয়', জায়গা হল না উন্মুক্তের ভোটের আগেই জিতলেন মুখ্য়মন্ত্রী, অরুণাচলে খুশিতে ভাসছে বিজেপি আতঙ্কের নয়া নাম 'BIN অ্যাটাক', এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড গ্রাহকদের মাথায় হাত KKR বধ করতে সবুজ পিচ তৈরি RCB-র, মাথায় হাত গম্ভীরের,কোন নাইট স্পিনার বাদ পড়বেন? ‘‌পায়ে হাত দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম’‌, বিজেপিতে ফিরে মুকুল সাক্ষাতে অর্জুন ‘মোদী ভাঁওতাবাজ’! আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.