কলকাতা লাগোয়া হরিদেবপুরে ১৪ বছরের নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ। অভিযোগ পেয়ে ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় ফের কলকাতায় নারী ও শিশুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগ, হরিদেবপুর থানার অন্তর্গত সোদপুর কালীতলার একটি ফ্ল্যাটে নাবালিকাকে ৬ জন মিলে গণধর্ষণ করেছে। নাবালিকার এক প্রতিবেশী জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে নাবালিকার সঙ্গে ওষুধের দোকানে যান তিনি। এর পর ২ জনে স্থানীয় একটি পার্কে বসে গল্প করছিলেন। তখন সেখানে আসে নাবালিকার পূর্বপরিচিত ৩ যুবক। তাদের সঙ্গে ট্যাটু করানো নিয়ে কথা বলতে থাকে নাবালিকা। ওই যুবকদের সঙ্গে নাবালিকা কোথাও বেরিয়ে যান। বাড়ি ফিরে আসেন প্রতিবেশী যুবতী। তার পর গভীর রাত পর্যন্ত নাবালিকার কোনও খোঁজ ছিল না। রাত ১১টা নাগাদ ওর বাড়ি থেকে আমাকে ফোন করে। তখন আমি ঘটনার কথা বলি। এর পর বাড়ি ফিরে আসে নাবালিকা। জানায় তাকে একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে দফায় দফায় ধর্ষণ করেছে ৬ জন।
এই ঘটনায় রাতেই হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। তল্লাশি চালিয়ে এলাকা থেকে মূল অভিযুক্ত অরূপ সেনগুপ্তসহ ৫ জনকে গ্রেফতার করেন তদন্তকারীরা। নাবালিকার শারীরিক পরীক্ষা হয়েছে।