বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Ayan Mondal's GF is Pregnant: ‘প্রীতি অন্তঃসত্ত্বা’, বললেন অয়ন মণ্ডলের মা, ঈর্ষায় ভুগছিলেন রিমা?

Ayan Mondal's GF is Pregnant: ‘প্রীতি অন্তঃসত্ত্বা’, বললেন অয়ন মণ্ডলের মা, ঈর্ষায় ভুগছিলেন রিমা?

নিহত অয়নের বান্ধবী প্রীতি জানা

জানা গিয়েছে, বান্ধবী প্রীতির সঙ্গে আট বছর প্রেমের সম্পর্ক ছিল অয়নের। একদিন প্রীতি বাড়ি না থাকা অবস্থায় সেখানে পৌঁছয় অয়ন। সেদিন থেকে বান্ধবীর মা রিমা জানার সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন অয়ন।

অয়ন মণ্ডলের মা মঞ্জু দাবি করলেন ছেলের বান্ধবী প্রীতি জানা গর্ভবতী। এই কথা নাকি একাদশীর দিন প্রীতি নিজেই জানান মঞ্জুকে। মঞ্জু বলেন, ‘একাদশীর দিন ১২টা নাগাদ আমাদের বাড়িতে আসে প্রীতি। এসে বলে, অয়নের খোঁজ পাওয়া যাচ্ছে না। আমাদের বাড়িতে আসার পর থেকেই ওকে অস্থির দেখায়। আমরা কেউই বুঝতে পারিনি কী হয়েছে। পরে ছেলের বান্ধবী বলে যাতে আমরা থানায় খোঁজ নেই।’

অয়নের মা দাবি করেন, প্রীতি তাঁকে বলে যে দশমীর রাতে বাড়িতে অয়নকে নিয়ে ঝামেলা হয়। প্রীতির মা অয়নকে মারে। অয়নের মা বলেন, ‘হঠাৎ আমার হাত ধরে ও বলে, আমি গর্ভবতী।’ তবে অয়নের মায়ের প্রশ্ন, ‘প্রীতি তো হস্টেলে থাকে। তা হলে কী করে অন্তঃসত্ত্বা হল?’ গোটা বিষয় নিয়ে সংশয় প্রকাশ করে অয়নের মা বলেন, ‘অষ্টমীতে ও আমাদের বাড়িতে এল। তার পর সেজেগুজে দু’জনে মিলে ঘুরতে বেরোল। আনন্দ করল। তখন তো এ সব কথা জানাল না।’

এদিকে অয়ন মণ্ডলের বাবা বলেন, ‘অয়নকে ভালোবাসত তাঁর বান্ধবী এবং বান্ধবীর মা দু’জনেই। অয়নের বান্ধবীর বাবা জেনে যায় যে আমার ছেলের সঙ্গে ওঁর স্ত্রীর সঙ্গেও সম্পর্ক রয়েছে। মেয়ের সঙ্গেও ঘনিষ্ঠতা রয়েছে। সে ভেবেছিল যে আমার ছেলে মেরে দিলে তার আমার সংসারে সুখ ফিরবে। এই কারণেই খুন করা হয়েছে অয়নকে। মা-ও আমার ছেলেকে ভালোবাসত, মেয়েও আমার ছেলেকে ভালোবাসত। আমার ছেলে কী করবে?’

জানা গিয়েছে, বান্ধবী প্রীতির সঙ্গে আট বছর প্রেমের সম্পর্ক ছিল অয়নের। একদিন প্রীতি বাড়ি না থাকা অবস্থায় সেখানে পৌঁছয় অয়ন। তখন অয়নকে বাড়িতে ঢুকিয়ে জড়িয়ে ধরেন বান্ধবীর মা রিমা জানা। আর বলেন, এক যাত্রায় পৃথক ফল হবে কেন? কেউ জানতে পারবে না। এগিয়ে এসো অয়ন। তারপর থেকেই বান্ধবীর মায়ের সঙ্গেও সম্পর্ক গড়ে ওঠে অয়নের। আর প্রীতি বাড়িতে না থাকলে সেখানে যেত অয়ন। আবার প্রীতির সঙ্গেও সম্পর্ক বজায় রেখে চলত অয়ন।

বন্ধ করুন