বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Hawkers in Kolkata: কলকাতায় ফুটপাতের ১/৩-র বেশি জায়গা ব্যবহার করতে পারবে না হকাররা, বৈঠকে সিদ্ধান্ত

Hawkers in Kolkata: কলকাতায় ফুটপাতের ১/৩-র বেশি জায়গা ব্যবহার করতে পারবে না হকাররা, বৈঠকে সিদ্ধান্ত

কলকাতার ফুটপাথে হকার।

কলকাতা পুরসভা, টাউন ভেন্ডিং কমিটি এবং কলকাতা পুলিশের মধ্যে এই বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে প্রাথমিকভাবে হাতিবাগান, গড়িয়াহাট এবং নিউমার্কেটে এ বিষয়ে সমীক্ষা করে দেখা হবে। ৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সমীক্ষা হবে।

হকার সমস্যা দীর্ঘদিনের। সেই সমস্যা নিয়ে মঙ্গলবার কলকাতা পুরসভায় বৈঠক হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, কলকাতার হকাররা ফুটপাতের এক-তৃতীয়াংশর বেশি জায়গা ব্যবহার করতে পারবেন না। বাকি জায়গা অর্থাৎ দুই-তৃতীয়াংশ পথচারীদের জন্য রাখতে হবে। প্রয়োজনে হকারদের পুনর্বাসন করা হবে। তবে কোথায় পুনর্বাসন করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে টাউন ভেন্ডিং কমিটি।

কলকাতা পুরসভা, টাউন ভেন্ডিং কমিটি এবং কলকাতা পুলিশের মধ্যে এই বৈঠক হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয়েছে প্রাথমিকভাবে হাতিবাগান, গড়িয়াহাট এবং নিউ মার্কেটে এই বিষয়ে সমীক্ষা করে দেখা হবে। ৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সমীক্ষা হবে। কলকাতা পুলিশ, পুরসভা এবং টাউন ভেন্ডিং কমিটি এই সমীক্ষা করবে। কমিটির তরফে দাবি জানানো হয়েছে, কোনওভাবে হকারদের উৎখাত করা যাবে না। প্রয়োজনে তাদের পুনর্বাসন দিতে হবে। কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন, সমীক্ষার পর রিপোর্ট নিয়ে ভিত্তিতে টাউন ভেন্ডিং কমিটিতে আলোচনা করা হবে।

বৈঠকে ঠিক হয়েছে, এই সমীক্ষায় মূলত তিনটি বিষয় খতিয়ে দেখা হবে। হকাররা এক-তৃতীয়াংশ জায়গার বেশি অংশ নিয়ে বসে আছে কিনা, হেরিটেজ এলাকায় হকাররা কী অবস্থায় ব্যবসা করছেন এবং পাকা রাস্তার উপর হকার বসে রয়েছে কিনা? প্রাথমিকভাবে এই তিন জায়গায় সমীক্ষা করা হবে। তারপর শহরজুড়ে সমীক্ষা করা হবে। বৈঠকে দেবাশিস কুমার ছাড়াও ছিলেন পুরসভা সচিব হরিহর প্রসাদ মণ্ডল, পুর কমিশনার বিনোদ কুমার, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিনহা সরকার-সহ বিভিন্ন থানার ওসিরা। এছাড়াও, হকার সংগ্রাম কমিটির সম্পাদক শক্তিমান ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন।

বন্ধ করুন