বীরভূমের খয়রাশোলে কয়লাখনিতে বিস্ফোরণে ৮ জনের মৃত্যুর ঘটনায় NIA তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। সোমবার সকালে ওই ঘটনায় শ্রমিকদের দেহ ৫০০ মিটার দূরে ছিটকে পড়ে। এই ঘটনার সঙ্গে নাশকতার যোগ থাকতে পারে বলে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের অনুমতি চাওয়া হয়েছিল। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।
আরও পড়ুন - ‘কল, সোফা, এসি... উপমুখ্যমন্ত্রীর বাসভবন থেকে আসবাব চুরি করেছেন তেজস্বী’
পড়তে থাকুন - মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন
সোমবার বীরভূমের খয়রাশোলের লোকপুর থানা এলাকার ভাদুলিয়া গ্রামের গঙ্গারামপুর কয়লাখনিতে প্রবল বিস্ফোরণ হয়। গাড়ি থেকে বিস্ফোরক নামানোর সময় কোনও কারণে পুরো গাড়িটিই বিস্ফোরণে উড়ে যায়। এই ঘটনায় ৮ জন শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে বিস্ফোরণ স্থলের থেকে ৫০০ মিটার দূরে ছিটকে পড়ে শ্রমিকদের দেহাংশ।
কী কারণে ওই বিস্ফোরণ ঘটল না নিয়ে তার পর থেকেই নানা জল্পনা চলছে। খোলামুখ ওই কয়লাখনিতে প্রায় প্রতি সপ্তাহেই বিস্ফোরক আসে। সেই বিস্ফোরক মজুত করে রাখেন শ্রমিকরাই। সমস্ত নিয়ম মেনে কাজ চললেও কী করে বিস্ফোরক বোঝাই ট্রাকে বিস্ফোরণ হল তার জবাব নেই কারও কাছে।
আরও পড়ুন - এখনই টিম পাঠান, মহিলারা খুব আতঙ্কে রয়েছেন, জয়নগরের ঘটনায় কেন্দ্রকে চিঠি সুকান্তর
এই ঘটনার পিছনে নাশকতা থাকতে পারে বলে আশঙ্কা করে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে NIA তদন্তের আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা করার অনুমতি চাওয়া হয়। আবেদন গ্রহণ করেছেন প্রধান বিচারপতি। তবে বুধবার থেকে আদালতে পুজোর ছুটি পড়ে যাচ্ছে। ফলে এই মামলার শুনানি কবে হবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।
নিহত শ্রমিকদের পরিবারকে ৩০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে খনি কর্তৃপক্ষ। রাজ্য সরকারের তরফে আরও ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। এই বিস্ফোরণে বেশ কয়েকজন শ্রমিক আহতও হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে।