আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনায় তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগে শনিবার রাতেই স্থানীয় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। সঙ্গে ফের গ্রেফতার হয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আর তার পরের সকালেই মমতার বক্তব্যের ভিডিয়োকে হাতিয়ার করে মমতাকেই তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিয়ো পোস্ট করে শুভেন্দুবাবু দাবি করেছেন শনিবার জুনিয়র ডাক্তারদের আন্দোলন মঞ্চে গিয়ে বক্তব্য রাখার সময় ১০ মিনিটের কম সময়ে ৭৬ বার ‘আমি’ ও ‘আমরা’ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে শুভেন্দুবাবু লিখেছেন, ‘উনি একজন আত্মকেন্দ্রিক হামবড়াই-ভাবের অধিকারিনী।’
আরও পড়ুন- হাসপাতালে ভর্তি হয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার টালা থানার প্রাক্তন ওসি
পড়তে থাকুন - ‘সন্দীপের গ্রেফতারির খবর পাওয়ায় হয়তো আমাদের সঙ্গে মিটিংয়ের সাহস হয়নি’
শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ৪২ সেকেন্ডের একটি সম্পাদিত ভিডিয়ো প্রকাশ করেছেন শুভেন্দুবাবু। শুভেন্দুবাবুর পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে সেখানে ৭৬ বার ‘আমি’ ও ‘আমরা’ বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্টে শুভেন্দুবাবু লিখেছেন, ‘আমি, আমি, আমরা, আমার… ৯ মিনিট ২৬ সেকেন্ডে ৭৬ বার। স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধরনামঞ্চে বক্তব্য রাখার সময় এভাবেই নিজের ঢ্যাঁড়া পিটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই তিনি ও তাঁর ব্যক্তিত্ব। উনি একজন আত্মকেন্দ্রিক মেগালোম্যানিয়াক। এই কারণেই এই অচলাবস্থার সমাধান খুঁজে পাওয়া খুব মুশকিল।’
আরও পড়ুন - ‘টালার সুস্থ ওসিকে ভরতি নেয়নি কেন? হাসপাতালের বিরুদ্ধে অ্যাকশনের নিদান দেন মমতা'
বলে রাখি, শনিবার দুপুর ১টায় হঠাৎ স্বাস্থ্যভবনের সামনে জুনিয়র ডাক্তারদের ধরনামঞ্চে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রায় ১০ মিনিট বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে জুনিয়র ডাক্তারদের আলোচনায় আহ্বান জানিয়ে কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ করেন। সঙ্গে ঘোষণা করেন রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের রোগীকল্যাণ সমিতি ভেঙে দিচ্ছেন তিনি। তিনি বলেন, ‘যাকে আমার ঘনিষ্ঠ বলা হচ্ছে তাকে আমি চিনিই না।’ মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘দোষীরা আমার বন্ধু নয়, শত্রুও নয়।’