বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Durga Puja 2022: ভয়ঙ্কর হচ্ছে ডেঙ্গি পরিস্থিতি, পুজোয় ছুটি বাতিল করে ডিউটি চিকিৎসকদের

Durga Puja 2022: ভয়ঙ্কর হচ্ছে ডেঙ্গি পরিস্থিতি, পুজোয় ছুটি বাতিল করে ডিউটি চিকিৎসকদের

বাড়ছে ডেঙ্গি। প্রতীকী ছবি (AP)

চিকিৎসকদের ছুটি বাতিল করা হচ্ছে। ছুটি বাতিল করে চিকিৎসকদের রস্টার ডিউটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর। ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চিকিৎসকদের ছুটি বাতিল করা হচ্ছে। এই মর্মে স্বাস্থ্য ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

রাজ্যে পুজোর মুখে ডেঙ্গি বাড়ছে। বিশেষ করে কলকাতা-সহ কয়েকটি জেলায় ভয়ঙ্করভাবে বাড়ছে ডেঙ্গি। ইতিমধ্যেই ৬০০ এর বেশি ডেঙ্গি আক্রান্ত ভর্তি রয়েছে হাসপাতালে। দুর্গাপুজোয় যাতে কোনওভাবেই ডেঙ্গি মাথা চাড়া দিয়ে উঠলে যাতে পরিস্থিতির সামাল দেওয়া যায় তার জন্য পুরসভার কর্মীদের পর এবার স্বাস্থ্যভবনের চিকিৎসকদের ছুটি বাতিল করা হচ্ছে। ছুটি বাতিল করে চিকিৎসকদের রস্টার ডিউটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন: কারা প্যারাসিটামল কিনছেন? নবান্নের কাছে নাম ঠিকানা পাঠাবেন বিক্রেতারা

৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত চিকিৎসকদের ছুটি বাতিল করা হচ্ছে। এই মর্মে স্বাস্থ্য ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে কোন চিকিৎসক কবে দায়িত্বে থাকবেন তার রস্টার উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিদিন ২ থেকে ৫ জন করে চিকিৎসক দায়িত্ব পালন করবেন। যদিও ছুটি বাতিলের কারণ হিসেবে ডেঙ্গির কথা উল্লেখ করা হয়নি। তবে পুজোর সময় ডেঙ্গির বাড়বাড়ন্তের কারণে মূলত এই সিদ্ধান্ত বলে মনে করছে আধিকারিকদের একাংশ।

গত বৃহস্পতিবার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন। ডেঙ্গি রুখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, উত্তর ২৪ পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর-সহ অন্যান্য জেলাগুলিতে ডেঙ্গি যেভাবে বাড়ছে তা নিয়েও জেলাশাসকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে।

বন্ধ করুন