বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Cancer hub: এসএসকেএম হাসপাতালে ক্যানসার হাবের জন্য ১২ টি পদ তৈরি করল স্বাস্থ্য দফতর

Cancer hub: এসএসকেএম হাসপাতালে ক্যানসার হাবের জন্য ১২ টি পদ তৈরি করল স্বাস্থ্য দফতর

এসএসকেএম হাসপাতাল।

২০২১ সালেই খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এসএসকেএমে ক্যানসার হাসপাতাল গড়ে উঠবে। এ ব্যাপারে টাটাদের সঙ্গে উদ্যোগ নেওয়ার ঘোষণাও করেছিলেন তিনি। এবার সেই মতোই ক্যানসার হাব হতে চলেছে এসএসকেএমে। হাসপাতালে সার্জিক্যাল অনকোলজি বিভাগের জন্য এই ১২টি নতুন পদ অনুমোদন করা হয়।

এসএসকেএম হাসপাতালকে ক্যানসার হাব হিসেবে গড়ে তোলার অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। টাটাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে গড়ে উঠবে ক্যানসার হাব। এরজন্য স্বাস্থ্য বিভাগ ১২ টি পদ তৈরি করেছে। এছাড়াও, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ ক্যানসার হাবে চিকিৎসার জন্য দুটি লিনিয়ার এক্সিলারেটর এবং একটি ব্র্যাকিথেরাপি মেশিন কেনার প্রক্রিয়াও শুরু করেছে।

২০২১ সালেই খোদ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এসএসকেএমে ক্যানসার হাসপাতাল গড়ে উঠবে। এ ব্যাপারে টাটাদের সঙ্গে উদ্যোগ নেওয়ার ঘোষণাও করেছিলেন তিনি। এবার সেই মতোই ক্যানসার হাব হতে চলেছে এসএসকেএমে। হাসপাতালে সার্জিক্যাল অনকোলজি বিভাগের জন্য এই ১২টি নতুন পদ অনুমোদন করা হয়। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, পদগুলির মধ্যে রয়েছে অধ্যাপকদের জন্য দুটি, সহযোগী অধ্যাপকের জন্য দুটি, সহকারী অধ্যাপকের জন্য দুটি এবং সার্জিক্যাল অনকোলজি এবং রেডিওথেরাপির জন্য দুটি করে পদ রয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, এই বিভাগে সার্জিক্যাল অনকোলজিতে চিকিৎসকদের প্রশিক্ষণ দেওয়া হবে। হাসপাতালের এক আধিকারিক জানিয়েছন,

‘আমরা আশা করছি নতুন কাঠামোর প্রথম ধাপটি ডিসেম্বরের মধ্যে আমাদের কাছে হস্তান্তর করা হবে। সেই সময়ে, আমরা লিনিয়ার এক্সিলারেটর এবং ব্র্যাকিথেরাপি মেশিন পেয়ে যাবো।’

উল্লেখ্য, ২২ মে রাজ্য মন্ত্রিসভা প্রকল্পটির জন্য অনুমোদন দিয়েছিল। এরপরে হাসপাতালের জরুরী বিভাগের বিপরীতে হাবের জন্য একটি ১০ ​​তলা বিল্ডিং নির্মাণ শুরু হয়েছে। প্রথম দুটি তলা সম্ভবত এই বছরের মধ্যে শেষ হবে এবং সেখানে কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। একজন স্বাস্থ্য আধিকারিক জানান, পুরো ভবনটি হয়ে গেলে আরও সুবিধা এবং পরিকাঠামো যুক্ত করা হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০২১ সালের জুন মাসে টাটা মেমোরিয়াল হাসপাতালের (মুম্বই) সঙ্গে জোটবদ্ধ হয়ে প্রকল্পটি ঘোষণা করেছিলেন। এরজন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছিল। এরাজ্য থেকে প্রতি বছরই বেশ কিছু রোগীকে ক্যান্সারের চিকিৎসার জন্য মুম্বইতে যেতে হয়। সেই পরিস্থিতিতে বদল আনতেই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে রাজ্যবাসী আরও সুবিধা পাবেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন