রাত পোহালেই সাধারণতন্ত্র দিবস। তার আগেই সরগরম হয়ে উঠল রাজ্যের চিকিৎসক মহল। কারণ এবার কড়া পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর। সরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে রোগীর স্বার্থকে সর্বোচ্চ স্থান দিতে বদ্ধপরিকর রাজ্য সরকার। আর তাই কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না বলে ইতিমধ্যেই বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা থেকে সদ্য মেদিনীপুর মেডিক্যাল কলেজের স্যালাইন কাণ্ড। এইসব ক্ষেত্রেই বারবার সরকারি হাসপাতালের চিকিত্সকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আর তাতে বেকায়দায় পড়তে হয়েছে রাজ্য সরকারকে।
এই পরিস্থিতি যাতে আর না হয় তাই ১২ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছিল। কারণ সরকারি হাসপাতালের কাজ ফেলে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করতে যাওয়ার অভিযোগ উঠেছিল। এমনকী বারবার অভিযোগ উঠেছে, সরকারি চিকিৎসক এবং স্বাস্থ্য আধিকারিকরা নিয়ম মেনে ডিউটি করছেন না। একাধিক সময়ে অভিযোগ ওঠে যে, ডিউটির সময় কোনও বেসরকারি হাসপাতাল বা প্রাইভেট চেম্বারে সংশ্লিষ্ট চিকিৎসকরা ডিউটি করছেন। এই পরিস্থিতি যাতে ঠেকানো যায় তার উদ্যোগ নেওয়া হয়েছে। তাই সরকারি চিকিৎসকদের কাজে সময়ানুবর্তিতা ফিরিয়ে আনতে রাজ্য সরকার এবার কঠোর পদক্ষেপ করল।
আরও পড়ুন: ‘সুকান্ত মজুমদার বেশি মদ খান’, বিতর্কিত মন্তব্য করলেন ফিরহাদ হাকিম, কিন্তু কেন?
স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এবার থেকে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসকরা নিয়ম মেনে নির্ধারিত সময় ডিউটি করছেন কিনা সেটা দেখতে কেন্দ্রীয়ভাবে নজরদারি চালানো হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের স্বাস্থ্য দফতর। সেখানে যদি কারও গাফিলতি ধরা পড়ে তাহলে কোপ পড়বে। কারণ চিকিৎসকদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। এবার তাঁদের সঠিক পরিষেবা দেওয়ার পালা। তার জন্য রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের আগামী একমাসের ডিউটি রোস্টার চেয়ে পাঠানো হয়েছে। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা এবার থেকে নিয়মিত সারপ্রাইজ ভিজিট করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরজি কর হাসপাতালের ঘটনার পর চিকিৎসকদের আন্দোলনে ব্যাঘাত ঘটেছিল সরকারি হাসপাতালে রোগীর চিকিৎসা পরিষেবায়। অভিযোগ, তখনও চিকিৎসকদের একাংশ বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা করে রোজগার করেছেন। এমনকী স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসা করে রোজগার করেছেন মোটা টাকা। তারপর মেদিনীপুর মেডিকেল কলেজের স্যালাইন কাণ্ডের সময়ও একই অভিযোগ উঠেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরকারি হাসপাতালের চিকিৎসকদের নিয়ম মেনে আট ঘণ্টা করে ডিউটি করার নির্দেশ দিয়েছেন।এবার কড়া পদক্ষেপ করল রাজ্যের স্বাস্থ্য দফতর।