সুপ্রিম কোর্টে শেষ হল SSCর ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি। সোমবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে হয় মামলার শেষ শুনানি। তবে এদিনও সংশয়াতীতভাবে যোগ্য ও অযোগ্যদের আলাদা করার কোনও পদ্ধতি আদালতকে জানাতে পারেনি কেউ। এদিনের শুনানির পর রায়দান স্থগিত রেখেছে আদালত।
এদিনের শুনানিতে মামলাকারীদের আইনজীবী বলেন, মোট ১০ হাজার নিয়োগে কারচুপি হয়েছে। যদিও SSC জানায়, সংখ্যাটা ৫ হাজারের কিছু বেশি। পালটা মামলাকারীদের আইনজীবী বলেন, SSC বিভিন্ন সময় হাইকোর্টে যে হলফনামা দিয়েছে তা যোগ করলে সংখ্যাটা ১০ হাজারের কাছে দাঁড়ায়।
এর পর সিবিআই আদালতকে জানায় নাইসা কর্তা সঞ্জয় বনসলের বাড়ি থেকে যে ডেটা পাওয়া গিয়েছিল তার সঙ্গে তাদের কাছে থাকা ডেটার মিলে গিয়েছে। ফলে সঞ্জয় বনসলের কাছ থেকে উদ্ধার হওয়া ডেটাকে নির্ভুল বলে ধরে নেওয়া যেতে পারে। কিন্তু সিবিআইয়ের এই প্রস্তাবের বিরোধিতা করেন একাধিক আইনজীবী। যার ফলে সর্বসম্মতিক্রমে যোগ্য - অযোগ্য নির্ধারণ করার কোনও পন্থা এদিনও আবিষ্কার করা যায়নি। মামলাকারীদের আইনজীবী সমস্ত নিয়োগ বাতিল করে ফের পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করেন। এদিনের শুনানির পর রায়দান স্থগিত রাখেন প্রধান বিচারপতি।