সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ২০১৬ এসএসসি প্যানেল বাতিল সংক্রান্ত মামলার শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলারটির শুনানি ছিল। কিন্তু অন্য মামলার শুনানি থাকায় ওই SSC সংক্রান্ত মামলাটির শুনানির দিন ২৪ সেপ্টেম্বর করা হয়েছে।
আরও পড়ুন - আরজি কর কাণ্ডের একমাস পর এখনও ধৃত সঞ্জয়ই মূল অভিযুক্ত! কীভাবে এগিয়েছে CBI?
পড়তে থাকুন - 'টাকার কথা বলিনি' মিথ্যেবাদী মুখ্য়মন্ত্রী, মমতার ভিডিয়োতে প্রমাণ দিলেন শুভেন্দু
এদিন সোশ্যাল মিডিয়ায় লাইভে চাকরিপ্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, ‘আজ সুপ্রিম কোর্টে এসএসসির একটি মামলার শুনানি ছিল। কিন্তু ট্যাক্স সংক্রান্ত একটি মামলার শুনানি চলায় এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর এই মামলার শুনানি হবে। আমি যানি অনেকে ধৈর্য হারাচ্ছেন। কিন্তু বিচারব্যবস্থার ওপর ভরসা করা ছাড়া আমাদের উপায় নেই।’ ফিরদৌস শামিম জানান, ২৪ সেপ্টেম্বর প্রথম মামলা হিসাবে বিচারপতি মিশ্রর বেঞ্চে SSC মামলার শুনানি হওয়ার কথা।
আরও পড়ুন - রায় নয়, সঞ্জয় রাই; RG করের অভিযুক্ত আদতে বিহারের লোক, দাবি মমতার, ‘হাওড়ারও…’
দুর্নীতির অভিযোগে ২০১৬ SSCর গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায় কার্যকর হলে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি চলে যাবে। কলকাতা হাইকোর্টে SSC জানায়, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় কারা যোগ্য আর কারা অযোগ্য তা ১০০ শতাংশ নিশ্চিতভাবে তাদের পক্ষে বলা সম্ভব নয়। এর পর হাইকোর্ট প্যানেল খারিজ করতেই সুপ্রিম কোর্টে বদলে যায় SSCর সুর। সেখানে তারা জানায়, তাদের হাতে যোগ্য ও অযোগ্যদের বাছাই করার মতো সুনির্দিষ্ট নথি রয়েছে। আগামী শুনানিতে SSCর যে পদ্ধতিতে যোগ্য ও অযোগ্য আলাদা করতে চাইছে তা বৈধ কি না সেব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে আদালত। ফলে সেই শুনানির দিকে তাকিয়ে রয়েছেন হাজার হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। সুপ্রিম কোর্ট জানিয়েছে, অযোগ্যদের সঠিক ভাবে চিহ্নিত করা গেলে গোটা প্যানেল বাতিলের প্রয়োজন নেই।