বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Partha Chatterjee: পিছিয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি, কেন এমন ঘটনা ঘটল?‌

Partha Chatterjee: পিছিয়ে গেল পার্থ চট্টোপাধ্যায়ের মামলার শুনানি, কেন এমন ঘটনা ঘটল?‌

পার্থ চট্টোপাধ্যায়  (Utpal Sarkar)

তিন দিন ধরেই রাজ্যে প্রবল গরম পড়েছে। এমনকী আলিপুর জাজেস কোর্টের বাইরে গাড়িতে বসেই এক আইনজীবীর চালক হিট স্ট্রোকে মারা যান। বৃহস্পতিবার গরম চরমে উঠেছে। ৪০ ডিগ্রি আপমাত্রা ছুঁয়েছে। গরম হাওয়া বইতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর গরম থেকে কবে নিষ্কৃতি মিলবে তার কোনও পূর্বাভাস দিতে পারেনি এখনও। 

নগর দায়রা আদালতে নিয়ে এলেও শুনানি হল না। নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়কে আজ, বৃহস্পতিবার আদালতে নিয়ে আসা হয়েছিল। কিন্তু এদিন শুনানি পিছিয়ে গেল। কারণ তীব্র গরমে নাজেহাল গোটা বাংলা। তাই পার্থ চট্টোপাধ্যায়ের শুনানি পিছিয়ে গেল। আর আগামী ২৪ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এদিন শুনানির ঠিক আগে পার্থর আইনজীবী মামলা পিছিয়ে দেওয়ার আর্জি জানানোয় এই নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত। আর তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কেন এমন আর্জি জানানো হল?‌ তা নিয়ে উঠছে প্রশ্ন।

এদিন সকালে আদালতে হাজির করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির মামলা রয়েছে। তবে আজ নগর দায়রা আদালতে একাধিক মামলা ছিল। তাতে শুনানির প্রক্রিয়া শেষ হতে বহু সময় লাগবে বুঝতে পারা যায়। কিন্তু আদালতে ছোট এজলাসে এই গরমে বেশিক্ষণ অপেক্ষা করাটা অসহ্য হয়ে উঠবে। এই পরিস্থিতি দেখে শুনানি অন্য দিন করার আর্জি জানান পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সেলিম রহমান। তবে বিচারক আইনজীবীর আর্জি মেনে নিয়েই পার্থের শুনানির দিন আগামী ২৪ এপ্রিল ধার্য করেন।

এদিকে তিন দিন ধরেই রাজ্যে প্রবল গরম পড়েছে। এমনকী আলিপুর জাজেস কোর্টের বাইরে গাড়িতে বসেই এক আইনজীবীর চালক হিট স্ট্রোকে মারা যান। বৃহস্পতিবার গরম চরমে উঠেছে। ৪০ ডিগ্রি আপমাত্রা ছুঁয়েছে। গরম হাওয়া বইতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া দফতর গরম থেকে কবে নিষ্কৃতি মিলবে তার কোনও পূর্বাভাস দিতে পারেনি এখনও। বরং বাড়বে বলেই জানিয়েছে। এই পরিস্থিতিতে আজ আদালতে হাজির করা হয়েছিল পার্থকে। কিন্তু শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।

ঠিক কী বলেছেন পার্থের আইনজীবী? অন্যদিকে এদিন শুনানি পিছিয়ে দেওয়ার‌ আর্জি জানান পার্থের আইনজীবী। এই বিষয়ে সেলিম রহমান বলেন, ‘পার্থবাবুর আরও জেল হেফাজতের জন্য আবেদন করেছে সিবিআই। আমরা জামিনের আবেদন করেছি। আজ এই গরমে একই সংক্রান্ত অনেকগুলি মামলা রয়েছে। আমরা তাই আর্জি জানাই যে, শুনানির জন্য যাতে অন্য দিন ধার্য করা হয়। বিচারক আমাদের আর্জি শুনে ২৪ তারিখ পরবর্তী শুনানির দিন দেওয়া হয়েছে। তাছাড়া পার্থবাবু অসুস্থবোধ করছিলেন। কারণ ওঁর বয়সও তো হয়েছে। তাই এই গরমে অসুস্থ লাগছিল।’ ২০২২ সালের ২৩ জুলাই পার্থকে গ্রেফতার করা হয়েছিল। যদি আজ তিনি আদালতের বাইরে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

বাংলার মুখ খবর

Latest News

স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে ৫০০ টি-২০ ম্যাচের শিখরে নারিন, সেরা ১০-এ রয়েছেন কারা? ‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.