বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > রাজ্যকে আর মাত্র ৩ দিন সময় দেওয়া যাবে, ভোট পরবর্তী হিংসা মামলায় জানাল হাই কোর্ট

রাজ্যকে আর মাত্র ৩ দিন সময় দেওয়া যাবে, ভোট পরবর্তী হিংসা মামলায় জানাল হাই কোর্ট

ভোট-পরবর্তী হিংসা নিয়ে রীতিমতো রাজ্যের সমালোচনা করল জাতীয় মানবাধিকার কমিশন। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)

ভোট পরবর্তী হিংসার এই মামলার পরবর্তী শুনানি হবে ২ অগাস্ট।

ভোট পরবর্তী হিংসার মামলায় জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট পড়তে রাজ্যকে ৩১ জুলাইয়ের সময়সীমা বেঁধে দিল কলকাতা হাই কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি হবে ২ অগাস্ট। উল্লেখ্য, আজকের শুনানিতে মানবাধিকার কমিশনের রিপোর্ট পড়ার জন্য আরও বেশি সময় চায় রাজ্য। সেই প্রেক্ষিতেই আদালত জানিয়ে দেয় যে আর মাত্র তিন দিনের মধ্যেই রিপোর্ট পড়া শেষ করতে হবে।

এদিন রাজ্য অতিরিক্ত হলফনামা জমা দেওয়ার আর্জি জানায় উচ্চ আদালতে। উল্লেখ্য, এর আগে এই মামলায় একটি হলফনামা জমা দিয়েছিল রাজ্য। সেই হলফনামায় রাজ্য দাবি করেছিল, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে রাজ্যের শাসকদল শুধুমাত্র ভোট-পরবর্তী হিংসার ঘটনা ঘটিয়েছে বলে যে উল্লেখ করা হয়েছে এর কোনও ভিত্তি নেই। যে সমস্ত আক্রান্তরা বিজেপির সদস্য বা সেই দলের সঙ্গে যুক্ত, শুধুমাত্র সেই সমস্ত ব্যক্তির বাড়িতেই গিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন নিযুক্ত কমিটির সদস্যরা। অন্যান্য রাজনৈতিক দলের সদস্যরাও যারা আক্রান্ত হয়েছে তাদের সাথে সদস্যরা দেখা করেনি। তাই রাজ্যের অভিযোগ ছিল, এই কমিটি সম্পূর্ণ ভাবে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করেছে।

রাজ্যের তরফে আদালতে যে হলফনামা দেওয়া হয়েছে তাতে দাবি করা হয়েছে ভোট পরবর্তী হিংসার শতাধিক অভিযোগের প্রেক্ষিতে পদক্ষেপ নিয়েছে পুলিশ। সেই সব উদাহরণ তুলে দেখিয়ে রাজ্য দাবি করে যে মানবাধিকার কমিশন রিপোর্টে যে সমস্ত তথ্য দিয়েছে তাতে বিস্তর গলদ রয়েছে। এদিকে আক্রান্তদের অভিযোগ নিষ্পত্তির জন্য রাজ্যের বাইরে আদালত তৈরি করে বিচার করার সুপারিশ করেছে কমিশন। রাজ্য দাবি করে, মানবাধিকার কমিশন নিযুক্ত কমিটির এই সুপারিশ করার অধিকার নেই। রাজ্যের অভিযোগ, এর জেরে আক্রান্ত ব্যক্তিরা নতুন করে সমস্যার সম্মুখীন হবে। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সুপারিশ বলে দাবি করা হয়।

বন্ধ করুন