বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Heat Wave: জারি থাকবে তাপপ্রবাহ, শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

Heat Wave: জারি থাকবে তাপপ্রবাহ, শুক্রবার পর্যন্ত ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

প্রতীকী ছবি

এদিন তিনি বলেন, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত মঙ্গলবার সকালে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার বিকেলের পর সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। বুধবার ঘূর্ণিঝড়ের রূপ নেবে সেই নিম্নচাপ। তিনি জানান, ১১ মে পর্যন্ত ঘূর্ণিঝড়টি উত্তর - পশ্চিম দিকে এগোবে। 

ঘূর্ণিঝড়ের বিপদ কাটলেও দক্ষিণবঙ্গ জুড়ে জারি করল আলিপুর আবহাওয়া দফতর। বাদ শুধু কলকাতা আর পূর্ব মেদিনীপুর। মঙ্গলবার বিকেলে সাংবাদিক বৈঠকে এই পূর্বাভাস দেন পূর্বাঞ্চলীয় আবহাওয়া অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় তাপপ্রবাহ চলবে। অর্থাৎ তাপমাত্রা থাকবে স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি।

এদিন সঞ্জীববাবু বলেন, বুধবার তাপমাত্রা আরেকটু বাড়বে। বৃহস্পতিবার তাপমাত্রা কিছুটা কমলেও স্বস্তি ফেরার সম্ভাবনা নেই। তখনও পশ্চিমবঙ্গে জারি থাকবে তাপপ্রবাহের সতর্কতা।

এদিন তিনি বলেন, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত মঙ্গলবার সকালে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। মঙ্গলবার বিকেলের পর সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। বুধবার ঘূর্ণিঝড়ের রূপ নেবে সেই নিম্নচাপ। তিনি জানান, ১১ মে পর্যন্ত ঘূর্ণিঝড়টি উত্তর - পশ্চিম দিকে এগোবে। ১২ মে সকাল থেকে মোড় ঘুরিয়ে এটি উত্তর – পূর্ব দিকে এগনো শুরু করবে এবং বাংলাদেশ ও মায়ানমার উপকূলের দিকে এগিয়ে যাবে।

তিনি জানিয়েছেন, ঘূর্ণি ঝড়ের প্রভাবে ১২ ও ১৩ মে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তিনি বলেন, ঘূর্ণিঝড়টি বাংলাদেশ – মায়ানমার উপকূলের দিকে এগোবে। তবে সেটি উপকূলের কত কাছ থেকে যাবে তার ওপর পশ্চিমবঙ্গ উপকূলে তার প্রভাব নির্ভর করছে। ১২ মে পর্যন্ত আমাদের উপকূলে কোনও ঝড় - বৃষ্টির সতর্কতা নেই।

 

বন্ধ করুন